ছবি: সংগৃহীত
একদিকে পেট্রলে-ডিজেলের লাগামছাড়া দাম, অন্য দিকে দূষণ। নানা কারণেই ব্যাটারিচালিত যানবাহনের দিকে ঝোঁক বাড়ছে সাধারণ মানুষের। ওলা সংস্থার ই-বাইকের প্রি-বুকিং শুরু হওয়ার পর থেকেই সে কারণে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দাবি করা হয়েছে, কয়েকদিন আগে প্রি-বুকিং শুরু হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এক লক্ষের বেশি বুকিং হয়ে গিয়েছে। তবে সুযোগ আছে এখনও। দেখে নিন, কী কী সুবিধা রয়েছে এই বাইকে।
কী কী প্রকার সুবিধা রয়েছে বাইকে, দেখে নিন
১। তিনটি ধরন রয়েছে বাইকের। একটিতে রয়েছে দুই কিলোওয়াটের মোটর, যেটির সর্বোচ্চ গতি হতে পারে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। পরেরটিতে রয়েছে চার কিলোওয়াট মোটর, যেটির গতি সর্বোচ্চ হতে পারে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তৃতীয়টিতে রয়েছে সাত কিলোওয়াটের মোটর, যার সর্বোচ্চ গতি হতে পারে ৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
২। ওলার দাবি, এগুলি একটানা সর্বোচ্চ ২৪০ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। যদি গাড়ির গতি থাকে ঘণ্টায় ২০ কিলোমিটার। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, ১৩০-১৫০ কিলোমিটার পর্যন্ত এক চার্জে চলতে পারবে এটি।
৩। একটি হাইপার চার্জিং স্টেশনে মাত্র ১৮ মিনিটে ব্যাটারির ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যেতে পারে বলে দাবি করেছে ওলা। বলা হয়েছে, পুরোপুরি চার্জ হতে এ ক্ষেত্রে সময় লাগবে সাড়ে পাঁচ ঘণ্টা। বাড়িতে সাধারণ প্লাগ ব্যবহার করতে চার্জ দিলে এতটা সময় লাগবেই। পুরো চার্জ হয়ে গেলে অ্যাপে নোটিফিকেশন আসবে।
৪। স্কুটারে রয়েছে সাত ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। জিপিএস নেভিগেশন। এ ছাড়া স্কুটারে পাওয়া যাবে ৪জি কানেক্টিভিটি। সেটির মাধ্যমে ইউটিউব চালানো যাবে।
৫। ওলা স্কুটার বুকিং শুরু হয়ে গিয়েছে। বুক করতে খরচ হবে মাত্র ৪৯৯ টাকা যা পরবর্তীতে ফেরত পাওয়া যাবে। এগুলির দাম এক লক্ষ থেকে এক লক্ষ ২০ হাজার টাকার মধ্যে রয়েছে। সর্বোচ্চ ৩৫ হাজার টাকার ছাড়ও পেতে পারেন কোনও ক্রেতা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy