দেশে আরও পেনশন আদালত চালু করতে চায় কেন্দ্র। পেনশনভোগীদের জমে থাকা অভিযোগগুলির দ্রুত ফয়সালা করাই যার উদ্দেশ্য। বুধবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে এ কথা জানান কেন্দ্রীয় কর্মিবর্গ, জনসাধারণের অভিযোগ ও পেনশন মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিংহ।
পেনশনভোগীদের অভিযোগ ও পর্যবেক্ষণ সংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থায় বহু অভিযোগের দীর্ঘ দিন ধরে ফয়সালা হয়নি। ফলে অনেকে সমস্যার মধ্যে রয়েছেন। চটজলদি সেগুলির মীমাংসা করতেই সরকার অতিরিক্ত পেনশন আদালত কেন্দ্র চালু করতে চায় বলে এক প্রশ্নের লিখিত উত্তরে জানান মন্ত্রী।
উল্লেখ্য, পেনশন আদালতের মাধ্যমে অভিযোগের সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে এক জায়গায় ডেকে সঙ্গে সঙ্গে সেখানেই মীমাংসার ব্যবস্থা করা হয়। যে সব পক্ষকে ডাকা হয়. তার মধ্যে রয়েছে— পেনশনভোগী যে দফতরে কাজ করতেন তার কর্তা, পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস, কেন্দ্রীয় পেনশন অ্যাকাউন্টিং অফিস, পেনশন বণ্টনকারী ব্যাঙ্ক এবং পেনশনভোগীর প্রতিনিধি। মীমাংসার পরে সব কিছু সিদ্ধান্ত মতো চলছে কি না, তার উপর নজর রাখা হয়। সিদ্ধান্ত কার্যকর করতে কী পদক্ষেপ করা হল, সেই সংক্রান্ত রিপোর্টও চেয়ে পাঠায় আদালত।
যে সব অভিযোগ অমীমাংসিত থাকে, সেগুলি খতিয়ে দেখে পরবর্তী আদালতের কাছে পেশ করা হয়। ২০২০ সাল থেকে এ পর্যন্ত ৬৯৬৪টি অভিযোগ পেনশন আদালতে জমা পড়েছে। সমাধান হয়েছে ৪৯৪৪টির।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)