আগামীকাল ভারতে মুক্তি পেতে চলেছে নোকিয়ার নতুন মডেল ৬.২। ছবি- এএফপি
গত মাসেই আইএফএ ট্রেড ফেয়ারে প্রকাশ ঘটেছিল এর লুকের। এ বার ভারতে মুক্তি পেতে চলেছে নোকিয়ার নতুন মডেল ৬.২। মিড রেঞ্জের স্মার্টফোনের জগতে যা আরেকটি আকর্ষণীয় সংযোজন বলা যেতে পারে।
এই ফোনে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ছাড়াও থাকছে ৩৫০০ এমএএইচ ব্যাটারি। ফোনের স্ক্রিন সাইজ করা হয়েছে ৬.৩ ইঞ্চির গরিলা গ্লাসের। ফোনটিতে র্যাম ৩ জিবি এবং স্টোরেজ রাখা হয়েছে ৩২ জিবি। ছবি তোলার সুবিধার জন্য ফোনে ১৬, ৮ ও ৫ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এ ছাড়াও সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। এ ছাড়াও অ্যান্ড্রয়েডের আধুনিক পাই ভার্সন এই ফোনে পাওয়া যাবে।
ভারতে এই ফোনের মুক্তি ঘটছে আগামিকাল, শুক্রবার। ইউরোপে এই ফোনের দাম বেশি হলেও ভারতে এর দাম রাখা হতে পারে ১২-১৩ হাজার টাকার মধ্যে। ভারতে সেরামিক ব্ল্যাক এবং আইস দু’টি রঙে এই ফোন পাওয়া যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy