Advertisement
২২ ডিসেম্বর ২০২৪

বিক্রি ফিকে বিপণিতেও

ফাডার প্রেসিডেন্ট আশিস হর্ষরাজ কালে জানান, শো-রুমে খোঁজখবর নেওয়া কিছুটা বেড়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৯ ০২:৫৩
Share: Save:

গাড়ির পাইকারি ব্যবসা ধাক্কা খাওয়ার তথ্য আগেই সামনে এসেছে। এ বার স্পষ্ট হল শো-রুম থেকে গাড়ি বিক্রিতে ধাক্কার ছবিও। পরিস্থিতি যা, তাতে এখনই ব্যবসার চাকা ঘোরার আশা দেখছে না গাড়ির ডিলারদের সংগঠন ফাডা। অথচ উৎপাদনমুখী শিল্পের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল গাড়ি। ফলে এ নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্ট মহল। তাদের ব্যাখ্যা, সংস্থাগুলি ডিলারদের যে গাড়ি বিক্রি করে তা হল পাইকারি ব্যবসা। কিন্তু শো-রুম থেকে তা বিক্রি না হলে আখেরে লাভ নেই।

প্রতি মাসের মতো জুনের পরিসংখ্যান মঙ্গলবার প্রকাশ করেছে ফাডা। হিসেব অনুযায়ী, গত বছরের জুনের তুলনায় এ বার সার্বিক ভাবে যাত্রিগাড়ির বিক্রি কমেছে ৪.৬%। বাণিজ্যিক গাড়ির বিক্রি কমেছে ১৯ শতাংশেরও বেশি। আর যাত্রী, বাণিজ্যিক, দুই ও তিন চাকা মিলিয়ে সামগ্রিক ভাবে বিক্রি কমেছে ৫.৪%।

ফাডার প্রেসিডেন্ট আশিস হর্ষরাজ কালে জানান, শো-রুমে খোঁজখবর নেওয়া কিছুটা বেড়েছে। কিন্তু এখনও কেনাকাটা স্থগিত। সমীক্ষা বলছে, ৫৬% ডিলারের মতে বাজারের অবস্থা খারাপ। মে মাসে ৪৩% ডিলার তা বলেছিলেন। তাঁদের বক্তব্য, শো-রুম থেকে গাড়ি বিক্রি না হলে মজুত বেড়ে ডিলারদের উপরে চাপ বাড়ে। যাত্রিবাহী গাড়ির মজুত ভাণ্ডার কিছুটা কমলেও বাণিজ্যিক ও দু’চাকার ক্ষেত্রে তা রয়েছে উদ্বেগজনক জায়গায়।

অন্য বিষয়গুলি:

Car FADA Car Business
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy