Advertisement
০২ নভেম্বর ২০২৪

আগামী দু’বছরে দেশে নেট ব্যবহারকারীর সংখ্যা ছাড়াবে ৫০ কোটি

মোবাইলের নেট সংযোগ বৃদ্ধির হাত ধরে ২০১৭ সালের মধ্যে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পৌঁছে যাবে ৫০.৩ কোটিতে। মঙ্গলবার ‘ইন্ডিয়া অন দ্য গো-মোবাইল ইন্টারনেট ভিশন’ রিপোর্টে এই দাবি করেছে আইএএমএআই এবং উপদেষ্টা সংস্থা কেপিএমজি।

নয়াদিল্লি
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুলাই ২০১৫ ০২:২৩
Share: Save:

মোবাইলের নেট সংযোগ বৃদ্ধির হাত ধরে ২০১৭ সালের মধ্যে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পৌঁছে যাবে ৫০.৩ কোটিতে। মঙ্গলবার ‘ইন্ডিয়া অন দ্য গো-মোবাইল ইন্টারনেট ভিশন’ রিপোর্টে এই দাবি করেছে আইএএমএআই এবং উপদেষ্টা সংস্থা কেপিএমজি। ২০১৫ সালের জুনের হিসাব অনুযায়ী দেশে তারযুক্ত এবং তারবিহীন নেট ব্যবহাকারীর সংখ্যা প্রায় ৩৫ কোটি। ভবিষ্যতে এই সংখ্যা বাড়ার পিছনে মোবাইলের বিশেষ ভূমিকা থাকবে বলে জানিয়েছেন কেপিএমজি-র অন্যতম কর্তা অশ্বিন ভেলোডি।

রিপোর্টে প্রকাশ, দেশে ৫০ শতাংশের বেশি নেট ব্যবহারকারী মোবাইলের মাধ্যমে পরিষেবা নেন। ২০১৪ সালে ভারতে এই সংখ্যা ছিল প্রায় ১৫.৯ কোটি। যা ২০১৭ সালে ৩১.৪ কোটিতে পৌঁছবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ ২০১৩-’১৭ সালের হিসেবে প্রতি বছরে বৃদ্ধির হার প্রায় ২৭.৮ শতাংশ। তবে মোবাইলে নেট ব্যবহার বাড়লেও, আগামী দিনে শহরে টু-জি প্রযুক্তি চালিত পরিষেবার চাহিদা কমবে বলেই জানানো হয়েছে। বরং তার জায়গা নেবে থ্রি-জি এবং ফোর-জি প্রযুক্তি। থ্রি-জির ক্ষেত্রে এই বৃদ্ধির হার দাঁড়াবে প্রায় ৬১.৩ শতাংশে। ২০১৭ সালে যা পৌঁছবে ২৮.৪ কোটিতে। গ্রামাঞ্চলে অবশ্য টু-জি পরিষেবার চাহিদা বজায় থাকবে। আর সেখানেই মোবাইলকে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা যাবে বলে জানিয়েছেন আইএএমএআই-এ প্রেসিডেন্ট শুভ রায়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE