ট্যাগহীন গাড়ি যদি ফাস্ট্যাগের গেটে ঢুকে পড়ে, তখন দ্বিগুণ টোল দিতে হবে।
ফাস্ট্যাগ কী
• গাড়ির ডিজিটাল তথ্যসম্বলিত ট্যাগ বা পাতলা কার্ড।
• কাজ করে রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তিতে।
• লাগাতে হয় গাড়ির সামনের কাচে (উইন্ডস্ক্রিন)।
• এর সাহায্যে গাড়ি না-থামিয়েই মেটানো যায় টোলের টাকা। লাইনে দাঁড়াতে হয় না।
• ট্যাগের সঙ্গে যুক্ত থাকা অ্যাকাউন্ট (ওয়ালেট) থেকেই কেটে নেওয়া হয় ওই টাকা।
• নতুন গাড়ি তৈরির সময়েই এই ট্যাগ লাগানো বাধ্যতামূলক। গাড়ি সংস্থাই সেই দায়িত্ব নেয়।
• পুরনো গাড়ি হলে ফাস্ট্যাগ কেনার দায়িত্ব মালিকের।
• একটি ট্যাগ ৫ বছরের জন্য চালু থাকে।
টোলে ট্যাগ
• সড়ক পরিবহণ মন্ত্রকের নির্দেশে দেশের সব টোল প্লাজ়ায় এই ব্যবস্থা চালু হবে।
• এখনও বহু গাড়িতে ওই ট্যাগ নেই, তাই এই নিয়ম বাধ্যতামূলক হলেও টোল প্লাজ়ায় অন্তত কিছু দিন ফাস্ট্যাগের সঙ্গে নগদে টোল দেওয়ার সুবিধাও চালু থাকবে। এ জন্য প্রতি দিকে একটি লেন নির্দিষ্ট থাকবে।
• টোল প্লাজ়ায় নগদের গেট দিয়ে গেলে সংশ্লিষ্ট গাড়ি মালিক নগদেই নির্ধারিত টোল দেবেন।
• কিন্তু ট্যাগহীন গাড়ি যদি ফাস্ট্যাগের গেটে ঢুকে পড়ে, তখন দ্বিগুণ টোল দিতে হবে।
গাড়িতে লাগানো হচ্ছে ফাস্ট্যাগ। মুম্বইয়ে শুক্রবার। ছবি: পিটিআই।
মিলবে কোথায়
• ব্যাঙ্ক, ই-কমার্স সংস্থা ও ওয়ালেট মারফত কেনা যাবে।
• প্রতিটি টোল প্লাজ়াতেও ওই ট্যাগ কেনার সুবিধা রাখছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)।
আরও পড়ুন: অর্থনীতির অসুখের আশঙ্কা সত্যি প্রমাণ করে বৃদ্ধির হার আরও কমে হল ৪.৫%
লাগবে কোন নথি
• ব্যাঙ্কের কাছ থেকে পাওয়া ফাস্ট্যাগের আবেদনপত্র (ভর্তি করতে হবে)।
• গাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেট (যেখানে গাড়ির সমস্ত তথ্য লেখা থাকে)।
• গাড়ির মালিকের পাসপোর্ট সাইজ ছবি।
• ড্রাইভিং লাইসেন্স।
• গাড়ির ধরনের (যাত্রিবাহী, বাণিজ্যিক) সঙ্গে মিলিয়ে জমা দিতে হবে কেওয়াইসি নথিও।
খরচ কত
• ফাস্ট্যাগের নির্দিষ্ট দাম থাকে।
• ১৫ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ফাস্ট্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
• তার বাইরেও ব্যাঙ্ক টাকা নেয়। যা বিভিন্ন ব্যাঙ্ক বিশেষে আলাদা হতে পারে।
রিচার্জ কোথায়
• ব্যাঙ্কই ব্যবস্থা করে দেবে আলাদা ওয়ালেটের। সেখানেই টাকা ভরাতে হবে। টোল দেওয়ার সময় ওই ব্যালান্স থেকেই তা কেটে নেওয়া হবে।
• টাকা ভরানো যাবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেফ্ট, আরটিজিএস, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।
• যদি একই রাস্তা দিয়ে যাতায়াত করা হয়, তা হলে নেওয়া যায় মাসিক পাসও।
• মাইফাস্ট্যাগ অ্যাপেরও সুবিধা নেওয়া যায়।
বাড়তি সুবিধা
• ফাস্ট্যাগের মাধ্যমে টোল দিলে আপাতত ২.৫% ক্যাশব্যাকের সুবিধা মিলবে।
গাড়ি বিক্রি করলে
• গাড়ি বিক্রি করে দিলে ব্যাঙ্কে গিয়ে সেটির ফাস্ট্যাগের সঙ্গে যুক্ত ওয়ালেট বন্ধের আর্জি জানাতে হবে।
• একই ব্যবস্থা নিতে হবে গাড়ি চুরি গেলেও।
মনে রাখা জরুরি
• দেখে নিতে হবে, ট্যাগ যেন গাড়ির উইন্ডস্ক্রিনে এমন জায়গায় থাকে, যাতে টোল প্লাজ়ার রিডারে ট্যাগের তথ্য ধরা পড়ে।
• এক এক গাড়ির নকশা একেক রকমের। তাই সব চেয়ে ভাল হয় কোথায় ট্যাগ লাগানো হবে, তা ডিলারদের জিজ্ঞাসা করে নিতে পারলে।
রাজ্যে কী অবস্থা
• পশ্চিমবঙ্গে মোট ১৫টি টোল প্লাজ়া রয়েছে।
• এখনও বাধ্যতামূলক না-হলেও ইতিমধ্যেই সেগুলিতে ফাস্ট্যাগের মাধ্যমে টোল দেওয়ার সুবিধা চালু হয়েছে।
• হিসেব বলছে, দু'মাস আগে রাজ্যের টোল প্লাজ়া দিয়ে যাওয়া প্রতি ৫টি গাড়ির মধ্যে একটিতে ওই ট্যাগ থাকত। এখন প্রতি ৪টি গাড়ির মধ্যে ১টিতে থাকছে।
• রাজ্যে কিছু দিন আগে টোল প্লাজ়াগুলিতে ৩০-৪০টি ফাস্ট্যাগ বিক্রি হলেও এখন তা বেড়ে হয়েছে প্রায় ১,০০০টি।
তথ্যসূত্র: এনএইচএআই, এনপিসিআই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy