Advertisement
০২ নভেম্বর ২০২৪

ক্ষমা চাক, পাল্টা জিও-র

সিওএআইয়ের অভিযোগ ছিল, ট্রাইয়ের নতুন নিয়ম একটি সংস্থাকে বাজারে একচেটিয়া ব্যবসার সুবিধা দিচ্ছে। তবে ওই ‘একটি সংস্থা’ যে জিও, তা ছিল স্পষ্ট।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৮
Share: Save:

প্রতিযোগিতার বাজার বহাল রাখা নিয়ে ট্রাইয়ের আনা নানা নিয়ম ঘিরে সম্প্রতি একপেশে মনোভাবের অভিযোগ তুলেছিল টেলি সংস্থাগুলির সংগঠন সিওএআই। নাম না-করেই বলেছিল, এতে বাড়তি সুবিধা পাবে রিলায়্যান্স জিও। সঙ্কটে পড়বে বাকিরা। এ বার তারই পাল্টা এল মুকেশ অম্বানীর সংস্থার তরফে। সিওএআইয়ের দাবিকে মানহানিকর ও কুৎসাজনক তকমা দিল তারা। দাবি করল, ওই মন্তব্যের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে সংগঠনটির ডিজি রাজন ম্যাথুজকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। সিওএআইয়ের অভিযোগকে ভিত্তিহীন বলে আগেই উড়িয়েছে ট্রাই।

সিওএআইয়ের অভিযোগ ছিল, ট্রাইয়ের নতুন নিয়ম একটি সংস্থাকে বাজারে একচেটিয়া ব্যবসার সুবিধা দিচ্ছে। তবে ওই ‘একটি সংস্থা’ যে জিও, তা ছিল স্পষ্ট। তাদের ইঙ্গিত ছিল, কম মাসুল-সহ বাজারে জিওর বিভিন্ন সুবিধা চালুর সময় তেমন পদক্ষেপ না-করলেও, বাকি সংস্থাগুলির সেই পথে এগোতেই তাতে রাশ টেনেছে টেলি নিয়ন্ত্রক। এর প্রতিবাদেই চিঠি লিখে একহাত নিয়েছে জিও। তাদের অভিযোগ, জিওকে হেয় করতে ইচ্ছাকৃত ও অন্যায় ভাবে লেখা সিওএআইয়ের বিবৃতিটি বিদ্বেষপরায়ণ। জিও বাজারে যে আস্থা অর্জন করেছে, তাতে ধাক্কা দেওয়াও লক্ষ্য। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছে তারা।

অন্য বিষয়গুলি:

JIO COAI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE