গ্রাফিক: শৌভিক দেবনাথ
‘হিন্দু রেট অব গ্রোথ’ কী?
• স্বাধীনতার পর বহু দিন ভারতের আর্থিক বৃদ্ধির গড় হার ৩.৫ শতাংশের আশেপাশেই আটকে ছিল। দিল্লি স্কুল অব ইকনমিক্সের অর্থনীতির অধ্যাপক রাজ কৃষ্ণ কৌতুক করে একে ‘হিন্দু রেট অব গ্রোথ’ বলেন
• বলা হত, হিন্দু সাধুসন্তদের নির্মোহ জীবনযাপন আর অল্পে সন্তুষ্টির মতো দেশের অর্থনীতির বৃদ্ধির হার নিয়েও ভারত অল্পেই সন্তুষ্ট
• অথচ ভারতের সঙ্গে একই সময়ে স্বাধীন হওয়া অন্য এশীয় দেশগুলির অর্থনীতি অনেক দ্রুত হারে বেড়েছিল
• এ জন্য অর্থনীতিবিদরা ‘লাইসেন্স-রাজ’, রক্ষণশীল আর্থিক নীতিকে দায়ী করেন। মুক্ত অর্থনীতিপন্থীরা একে ‘নেহরুর সমাজতন্ত্র’-র ফল বলেও মনে করেন
• ১৯৯১-এর আর্থিক সংস্কারের পরে বৃদ্ধির হার ৬ শতাংশ হতে শুরু করে
আরও পড়ুন: অর্থনীতির অসুখের আশঙ্কা সত্যি প্রমাণ করে বৃদ্ধির হার আরও কমে হল ৪.৫%
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy