এবিপি গোষ্ঠী আয়োজিত তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সম্মেলন ‘ইনফোকম’। —ফাইল চিত্র।
অন্তর্দৃষ্টি, উদ্ভাবন, অনুপ্রেরণা— এই তিন জ্বালানি বুকে ভরেই আজ থেকে শুরু হল এবিপি গোষ্ঠী আয়োজিত তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সম্মেলন ‘ইনফোকম’। চলবে তিন দিন।
জীবনযাপনের সঙ্গে নিত্যনতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী ভাবনাকে মিলিয়ে দেওয়া। আর তার হাত ধরে এগিয়ে যাওয়া লক্ষ্যের দিকে। এই পথেই উন্নতির দিশা দেখানোর মঞ্চ হিসাবে বরাবর এগিয়ে ইনফোকম। আজ তার ২৩তম আসর বসছে কলকাতার আইটিসি সোনার হোটেলে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের এই রাজসূয় যজ্ঞ এ বছর তুলে আনবে প্রতিটি পরিবর্তনের বাঁকে তৈরি হওয়া সেই সমস্ত ভাঙন বা ‘ডিসরাপশন’-কে, যা আসলে স্থায়ী আর উন্নয়নের রাস্তার জরুরি ধাপ। তাই মূল বিষয় ‘সাসটেনেবল ডিসরাপশন’। আবর্তিত হবে উন্নত আগামীর জন্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিল্প সংস্থাগুলির আরও দায়িত্বশীল ভাবে উদ্ভাবনের পথে হাঁটা নিয়ে। হবে ৮০টির বেশি আলোচনা সভা। দেশ-বিদেশের বড় কর্পোরেট, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র-ছোট-মাঝারি সংস্থা এবং সরকারের তরফে ৮০০ জনেরও বেশি প্রতিনিধি যোগ দেবেন। বক্তা শতাধিক।
মঞ্চে এক দিকে দেখা যাবে প্রখ্যাত ব্যক্তিত্বদের, যাঁদের দক্ষ নেতৃত্ব নানা সময় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বদল আনতে সাহায্য করেছে। অন্য দিকে উপস্থিত থাকবেন জীবনযুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে আনা সেই সব মানুষেরাও, যাঁরা জোগান অনুপ্রেরণা। আজ, সূচনার দিন আগামীকে রূপ দেওয়ার বার্তা শুনিয়ে সম্মেলনের মূল সুর বেঁধে দেওয়ার দায়িত্বে ভবিষ্যতবাদী এবং আন্তর্জাতিক বক্তা ম্যাথু গ্রিফিন। নেতৃত্ব নিয়ে আলোচনায় থাকবেন মাইক্রোসফটের প্রাক্তন চেয়ারম্যান ভাস্কর প্রামাণিক ও পালো অল্টো নেটওয়ার্কসের চেয়ারম্যান অনিল ভাল্লুরি। স্যাপ-কর্তা রিচার্ড হুইটিংটন এবং এডব্লিউএস ইন্ডিয়ার বিশ্বজিৎ দাসের কথায় উঠে আসবে শিল্পের পুনর্নিমাণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা। দিন শেষ হবে অভিনেত্রী ভূমি পেডনেকর-এর সভা দিয়ে, যিনি বিনোদন জগতের আকর্ষণীয় ব্যক্তিত্ব হওয়ার পাশাপাশি আদ্যন্ত জলবায়ূ রক্ষার লড়াইয়ের অন্যতম যোদ্ধাও।
দ্বিতীয় দিনে জোর এআই-এ। অধ্যাপক সানা খারেগানি দেখাবেন, দৈনন্দিন জীবনে এর প্রভাব। আলোচনা হবে তথ্যের বিশ্বায়ন ও স্থানীয়করণে তার গুরুত্ব নিয়েও। অভিলাষ টোমি শোনাবেন একা নৌকোয় করে বিশ্ব ভ্রমণের কাহিনী। শক্তিশালী হওয়ার গল্প নিয়ে হাজির থাকবেন প্রযুক্তির দুনিয়ায় সাফল্য ছোঁয়া মহিলারাও। তৃতীয় তথা শেষ দিনের আকর্ষণ মনোবিদ রয় জ়াল্টসম্যান আর তাঁর টেলিপ্যাথি, দৃষ্টিহীন শিল্পপতি শ্রীকান্ত বোল্লা এবং তাঁর কঠিন সফরের গল্প। এগিয়ে যাওয়ার ইচ্ছে উস্কে দিয়ে শনিবার শেষ হবে ইনফোকম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy