বিশ্বব্যাপী অনিশ্চয়তা এবং ধীর গতির আর্থিক বৃদ্ধি সত্ত্বেও চলতি বছরে ভারতের বেসরকারি সংস্থার কর্মীদের গড়ে বেতন বৃদ্ধি পাবে ৯.২ শতাংশ। এমনটাই জানিয়েছে সমীক্ষক সংস্থা আওন পিএলসি। গত বছর ৯.৩ শতাংশ ছিল বেতন বৃদ্ধির পরিমাণ। অর্থাৎ এ বছর তুলনামূলক ভাবে কম বেতন বৃদ্ধি করবে দেশের সমস্ত কর্পোরেট সংস্থা।
বেসরকারি সংস্থার কর্মীদের বেতন বৃদ্ধির উপর সমীক্ষা চালাতে বিভিন্ন ধরনের ৪৫টি শিল্প ক্ষেত্রের ১,৪০০টির বেশি সংস্থার তথ্য বিশ্লেষণ করেছে আওন পিএলসি। ফার্মটির জারি করা রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব ব্যাপী অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের উন্নয়নের সূচক স্থিতিশীল রয়েছে। সেই দিকটি বজায় রেখেই কর্মীদের বেতন বৃদ্ধি করবে দেশের তাবড় বেসরকারি সংস্থা।
সমীক্ষকদের দাবি, ভারতের বাজারে ২০২২ সাল থেকে বেতন বৃদ্ধির হারে নিম্নমুখী প্রবণতা রয়েছে। ওই বছর অবশ্য কাজ থেকে ইস্তফা দেওয়া কর্মীর সংখ্যা হু হু করে বৃদ্ধি পাওয়ায় কর্পোরেট সংস্থাগুলি বার্ষিক বেতন ১০.৬ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। পরের বছরগুলিতে ধীরে ধীরে হ্রাস পায় সেই অঙ্ক।
রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে সামগ্রিক ভাবে কর্পোরেট সংস্থার চাকরি থেকে ইস্তফা দেওয়ার পরিমাণ ছিল ২১.৪ শতাংশ। পরবর্তী দু’বছরে সেটা ১৮.৭ এবং ১৭.৭ শতাংশে নেমে আসে। বার্ষিক বেতন বৃদ্ধির অঙ্ক কমলে কর্পোরেট সংস্থাগুলি প্রতিভাবান ও কর্মদ্যোগী যুবক এবং যুবতীদের হারাতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন আওনের ট্যালেন্ট সলিউশনস অফ ইন্ডিয়ার অংশীদার এবং পুরস্কার পরামর্শদাতা রূপঙ্ক চৌধুরী। তাঁর কথায়, ‘‘ভূরাজনৈতিক অস্থিরতা, আর্থিক উন্নয়ন এবং মার্কিন বাণিজ্য নীতির বড় প্রভাব ভারতের বাজারে পড়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাত এবং কৃত্রিম মেধা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) প্রযুক্তির অগ্রগতিও এ বছরের কর্পোরেট সংস্থাগুলির বেতন বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম বড় ভূমিকা নেবে।’’
আওনের কর্তা-ব্যক্তিরা অবশ্য মনে করেন, বাহ্যিক কারণ থাকলেও ভারতের আর্থিক বৃদ্ধির হার যথেষ্ট স্থিতিশীল রয়েছে। তা ছাড়া বর্তমানে গ্রামাঞ্চলেও বিভিন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে বেসরকারি উৎপাদনের সূচক উপরের দিকে উঠবে বলে জানিয়েছেন তাঁরা। এতে বৃদ্ধি পাবে কর্পোরেট সংস্থাগুলি লাভের অঙ্ক। এতে কর্মীদের বেতন বাড়ানোর কথা ভাবতে পারবেন তারা।
সমীক্ষকদের দাবি সত্যি হলে এ বছর ইঞ্জিনিয়ারিং এবং গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ নির্মাণকারী সংস্থাগুলির কর্মীদের সর্বোচ্চ বেতন বৃদ্ধি পাবে ১০.২ শতাংশ। ব্যাঙ্ক ব্যতীত আর্থিক সংস্থাগুলির কর্মীরা পেতে পারেন ১০ শতাংশ বেতন বৃদ্ধির সুখবর।