ছবি রয়টার্স।
রিজার্ভ ব্যাঙ্ক বা বিশ্ব ব্যাঙ্ক ভারতের অর্থনীতি যতটা ধাক্কা খাবে বলে আশঙ্কা করছে, পরিস্থিতি তার থেকেও খারাপ হওয়ার ইঙ্গিত আন্তর্জাতিক অর্থভান্ডারের (আইএমএফ) রিপোর্টে। সেখানে দাবি, চলতি বছরে (২০২০) এ দেশে জিডিপি-র হার সঙ্কুচিত হতে পারে ১০.৩%। বিশ্ব ব্যাঙ্কের পূর্বাভাস ছিল এই অর্থবর্ষে (২০২০-২১) ৯.৬% সঙ্কোচনের। শীর্ষ ব্যাঙ্ক আরবিআই-এরও প্রায় তা-ই, ৯.৫%। মঙ্গলবার কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা কে ভি সুব্রহ্মণ্যনের দাবি, তাঁদের আন্দাজ ওই রিজার্ভ ব্যাঙ্কের মতো।
জুনে ৪.৫% সঙ্কোচনের নিদান দিয়েছিল আইএমএফ। এ দিন তাদের বার্তা, সেই হার এতটা বাড়াতে হয়েছে এপ্রিল-জুন ত্রৈমাসিকে জিডিপি-র ২৩.৯% তলিয়ে যাওয়া দেখে। এর আগে বিশ্ব ব্যাঙ্ক বলেছিল, করোনা রুখতে দীর্ঘ লকডাউনই বিপর্যস্ত করেছে ভারতের চাহিদা-জোগান।
ভারত নিয়ে উদ্বেগের বার্তা
• আইএমএফ: চলতি বছরে বিশেষত ভারতে সঙ্কোচনের ইঙ্গিত অনেকটা বেশি। মূল কারণ, এপ্রিল-জুন ত্রৈমাসিকের সঙ্কোচন (প্রায় ২৪%) ছিল আশঙ্কার থেকেও মারাত্মক।
• বিশ্ব ব্যাঙ্ক: আগে কখনও এত খারাপ অবস্থা হয়নি ভারতের। এটা ব্যতিক্রম। ভয় পাওয়ার মতো। সংক্রমণ বৃদ্ধি ও তাকে নিয়ন্ত্রণের পদক্ষেপ বিপর্যস্ত করেছে চাহিদা-জোগানকে।
• রিজার্ভ ব্যাঙ্ক: সংক্রমণের দ্বিতীয় ঢেউ এলে জিডিপি সঙ্কোচনের হার হতে পারে আরও বেশি।
আর বিশ্ব অর্থনীতি?
আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথের দাবি
• আসতে চলেছে ভয়াল মন্দা। • জিডিপি সঙ্কুচিত হতে পারে ৪.৪%।
• করোনাকে নিয়ে জীবন কাটানোর মতো বড় চ্যালেঞ্জের মুখে পড়েনি কেউ। • এই সঙ্কট বিদায় নিতে এখনও অনেক দেরি। • চরম বঞ্চনার শিকার হবেন ৯ কোটি মানুষ। • কোনও দেশের আর্থিক ও ঋণনীতির মাধ্যমে অর্থনীতিতে সাহায্যের পদক্ষেপগুলি তড়িঘড়ি ফিরিয়ে নিলে চলবে না। • চলতি বছরে আর্থিক বৃদ্ধি দেখবে শুধু চিন। • পরের বছর অবশ্য বিশ্ব অর্থনীতি মাথা তুলতে পারে ৫.২%। সেই সঙ্গে ভারত (৮.৮%)-সহ সমস্ত দেশগুলিও।
এ বছর বিশ্ব অর্থনীতির মন্দায় তলিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথের বার্তা, দুঃখের দিন দীর্ঘ হবে। বিপদ কমাতে আর্থিক ও ঋণনীতির মাধ্যমে সাহায্য তড়িঘড়ি না-ফেরানোই ভাল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy