Advertisement
০২ নভেম্বর ২০২৪
Economy

৫ শতাংশেই বৃদ্ধি, বলছেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা

জিএসটি জমানায় সরকার রাজস্ব আয় হারিয়েছে বলেও এ দিন মন্তব্য করেন দেবরায়।

বিবেক দেবরায়। —ফাইল চিত্র

বিবেক দেবরায়। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ০৬:২৫
Share: Save:

ভারতীয় অর্থনীতির বহর ৫ লক্ষ কোটি ডলারে নিয়ে যেতে হলে অন্তত ৯% আর্থিক বৃদ্ধি জরুরি বলে বারবার দাবি করছেন অর্থনীতিবিদদের একাংশ। যা কার্যত অসম্ভব বলেই মনে করছেন অনেকে। শুক্রবার কলকাতায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায়ও বললেন, এখন অর্থনীতির যা অবস্থা তাতে বৃদ্ধির ৯% ছোঁয়া মুশকিল। চলতি অর্থবর্ষে সম্ভবত তা ৫ শতাংশেই দাঁড়াবে। আগামী বছর বরং ৬%-৬.৫০% হতে পারে।

এ দিন কলকাতায় দেবরায় বলেন, এর প্রধান কারণ রফতানি বাণিজ্য থেকে আয় অনেকখানি কমা। তার জন্য উন্নত দেশগুলির বাণিজ্যে রক্ষণশীল নীতিকে কাঠগড়ায় তোলেন তিনি। তাঁর মতে, ‘‘যখন দেশে বৃদ্ধির হার প্রায় ৯% ছিল, তখন জিডিপির অনুপাতে ২০% আসত রফতানি থেকে। কিন্তু এখন বিভিন্ন দেশ আমদানিতে বিধি-নিষেধ বসিয়েছে। ফলে রফতানি কমাই স্বাভাবিক।’’

জিএসটি জমানায় সরকার রাজস্ব আয় হারিয়েছে বলেও এ দিন মন্তব্য করেন দেবরায়। তবে তাঁর দাবি, এই কর সংক্রান্ত কর্মকাণ্ড এখনও চলছে।

অন্য বিষয়গুলি:

Bibek Debroy GDP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE