Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Indian Rupees and Bond

ঊর্ধ্বমুখী টাকার দাম, দামি হল বন্ড, মহারাষ্ট্রে ‘মহাজুটি’র জয়ে ঘুরল চাকা?

সোমবার, ২৫ নভেম্বর ডলারের নিরিখে বেড়েছে টাকার দাম। ঊর্ধ্বমুখী হয়েছে বন্ডের সূচক। মহাজুটির বিপুল জয়ের জেরেই এই বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা।

Indian rupees and Bond price hike after BJP led Mahayuti alliance big win in Maharashtra know the reasons

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৮:০১
Share: Save:

শেয়ার বাজারের পাশাপাশি ডলারের নিরিখে বাড়ল টাকার দাম। ঊর্ধ্বমুখী বন্ডের সূচকও। এর নেপথ্যে মহারাষ্ট্র বিধানসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন ‘মহায্যুতি’ জোটের বিপুল জয়কেই দায়ী করেছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ।

সোমবার, ২৫ নভেম্বর ডলারের নিরিখে টাকার দাম চড়তে শুরু করে। বাজার খোলার সময়ে ডলারের নিরিখে এর দাম দাঁড়ায় ৮৪.৩৭ টাকা। দিনের শেষে আরও বেড়ে টাকার দর ৮৪.৪৬-এ পৌঁছয়। চলতি সপ্তাহে এই প্রবণতা বজায় থাকবে বলে মনে করছে অধিকাংশ ব্রোকারেজ ফার্ম।

টাকার দামের পাশাপাশি লাফিয়ে বৃদ্ধি পেয়েছে বন্ডের দরও। ১০ বছরের বেঞ্চমার্ক সূচক এ দিন খুলেছিল ৬.৮২৬৮ শতাংশে। শুক্রবার, ২২ নভেম্বর ৬.৮৭১০ শতাংশে দাঁড়িয়েছিল ওই সূচক। বন্ডের সূচক এবং দামের মধ্যে রয়েছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সূচক নিম্নমুখী হলেই এর দর চড়তে শুরু করে।

অন্য দিকে এ দিন শেয়ার বাজারেও দেখা গিয়েছে রকেট গতি। প্রায় ১৯ দিন পর সোমবার ফের ৮০ হাজারের গন্ডি পেরিয়ে যায় সেনসেক্স। ৩১৪ পয়েন্ট বেড়েছে নিফটির সূচক। বম্বে স্টক এক্সচেঞ্জ বন্ধ হয়েছে ৮০,১০৯.৮৫ পয়েন্টে। দিনের শেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক ২৪,২২১.৯০ পয়েন্টে দাঁড়িয়ে যায়।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, রিয়্যাল এস্টেট এবং গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির শেয়ারের দর চার শতাংশ করে বেড়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) এবং কানাড়া ব্যাঙ্কের স্টকহোল্ডাররা বিপুল লাভের মুখ দেখেছেন।

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২৩০টিতে জয়ী হয়েছে বিজেপি, শিবসেনা (শিন্ডে) এবং এনসিপি (অজিত পাওয়ার)-এর মহাজুটি জোট। ১৯৯০ সালের পর মরাঠা ভূমিতে কোনও জয় এত বড় জয় পায়নি। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনের চেয়েও ভাল ফল করেছে পদ্ম শিবির।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy