Advertisement
২২ নভেম্বর ২০২৪
Honor

ভারতে এল অনর ২০ সিরিজ, জেনে নিন বিস্তারিত তথ্য…

মোবাইল প্রস্তুতকারক সংস্থা ‘হুয়াই’-এর সাব ব্রান্ড ‘অনর’ বাজারে নিয়ে এল অনর ২০ সিরিজ ও অনর প্যাড ৫। গত মাসে লন্ডনে এই সিরিজের ফোনগুলি লঞ্চ করার পর আজ ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হল এই সিরিজ।

বাজারে এল অনরের ২০ সিরিজ।  ছবি: টুইটার

বাজারে এল অনরের ২০ সিরিজ। ছবি: টুইটার

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুন ২০১৯ ১৮:০৪
Share: Save:

আপনি কি ছবি তুলতে ভালবাসেন? তা হলে নিশ্চয়ই অনরের ফোনের কথা শুনেছেন! অনরের ফোন কেনার কথা ভাবছেন কি? তা হলে জেনে নিন এর নতুন ফোনগুলির ব্যাপারে।

মোবাইল প্রস্তুতকারক সংস্থা ‘হুয়াই’-এর সাব ব্রান্ড ‘অনর’ বাজারে নিয়ে এল অনর ২০ সিরিজ ও অনর প্যাড ৫। গত মাসে লন্ডনে এই সিরিজের ফোনগুলি লঞ্চ করার পর আজ ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হল এই সিরিজ।

‘অনর ২০ আই’ ১৮ জুন ও ‘অনর ২০’ ২৫ জুন থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে।যদিও ‘অনর ২০ প্রো’-র বাজারে কবে পাওয়া যাবে তার সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি । ৮জিবি/২৫৬জিবির ‘অনর ২০ প্রো’-র দাম ধার্য করা হয়েছে ৩৯,৯৯৯টাকা, ৬জিবি/১২৮জিবির ‘অনর ২০’ পাওয়া যাবে ৩২,৯৯৯টাকায়। ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে ‘অনর ২০ আই’।

অনর মোবাইলের নতুন সংযোজন হল ‘অনর প্যাড’। ৮ইঞ্চির ‘অনর প্যাড ৫’ এর দাম ধার্য করা হয়েছে ১৫,৪৯৯টাকা(৩জিবি/৩২জিবি)মডেলের জন্য এবং ১৭,৪৯৯টাকা(৪জিবি/৬৪জিবি)মডেলের জন্য। এর ১০.১ ইঞ্চির মডেলটির দাম ধরা হয়েছে ১৬,৯৯৯টাকা ও ১৮,৯৯৯টাকা, যা ৩জিবি/৩২জিবি এবং ৪জিবি/৬৪জিবি স্টোরেজে পাওয়া যাবে।

অনর ২০ সিরিজ ও অনর প্যাডের লঞ্চ অফারে জিও-র তরফ থেকে অতিরিক্ত ডেটা ও জিও ক্যাশব্যাক রিচার্জ ভাউচার দেওয়া হবে বলে জানানো হয়েছে। এবার জেনে নিন এই ফোনগুলির বিশেষত্ব-

অনর ২০ প্রো:

৬.২৬ ইঞ্চির এলসিডি স্ক্রিনের অনর ২০ প্রো-র সবচেয়ে বড় ফিচার হল এর শক্তিশালী প্রসেসর ও চারটি ক্যামেরা। অনর বরাবরই তাঁদের ফোনের দুর্দান্ত ক্যামেরার জন্য বাজারে পরিচিত। ‘অনর ২০ প্রো’ তে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ‘এফ/২.০ অ্যাপারচার’যুক্ত যা নিখুঁতভাবে ফোকাস করে ছবি তুলতে সাহায্য করবে। এই ফোনে দেওয়া হয়েছে ৩ডি রেয়ার প্যানেল যা ‘ডায়ানামিক হলোগ্রাফিক ডিজাইন’ নামে পরিচিত। এই ডিজাইনে ‘ত্রিপল ৩ডি মেশ টেকনোলজি’র ব্যবহার করা হয়েছে যা তিনটি গ্লাস ব্যবহার করে তৈরি হয়, যাতে এর রিফ্লেক্টিভ লুক পাওয়া যায়। ‘অনর ২০ প্রো’তে রয়েছে চারটি ক্যামেরা। এতে তিনটি ভিন্ন ধরনের লেন্স দেওয়া হয়েছে-একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, ১৬ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ৮ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। এ ছাড়াও একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। ‘কিরিন ৯৮০’ প্রসেসরের এই ফোনে ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ স্পেস দেওয়া হয়েছে। এতে অ্যান্ড্রয়েড ৯.০পাই ভার্শনের সঙ্গে অনরের ‘ম্যাজিক ইউ আই ২.১’ ও ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের এক মসৃণ অভিজ্ঞতা দেবে। শক্তিশালী ৪০০০ এম.এ.এইচের ব্যাটারি ছাড়াও দেওয়া হয়েছে ‘সুপার চার্জ’এর ফিচার যাতে ৫০ শতাংশ চার্জ আধ ঘন্টাতেই করা সম্ভব। অনরের এই ফোনে গেমের কথা মাথায় রেখে জিপিইউ টার্বো ৩.০, ব্লুটুথ ৫.0 দেওয়া হয়েছে। ফোনের পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

'অনর ২০ প্রো'-তে রয়েছে তিনটি ভিন্ন ধরনের লেন্স।

অনর ২০:

‘অনর ২০ প্রো’র মতোই ‘অনর ২০’ও একই ধরনের হলেও দামের পার্থক্যের মতো ফিচারেও সামান্য পার্থক্য আছে।এগুলি হল-

এটি ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ স্পেসে পাওয়া যাবে। এটিও চারটি ক্যামেরা যুক্ত হলেও এতে অ্যাপারচারের পার্থক্য ও ৮ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সের বদলে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং লেন্স ব্যবহার করা হয়েছে। ৩,৭৫০ এম.এ.এইচের ব্যাটারিযুক্ত এই ফোনেও সুপার চার্জিং-এর ফিচার দেওয়া হয়েছে। ‘অনর ২০’তেও জিপিইউ টার্বো ৩.০, ব্লুটুথ ৫.0 ও ভার্চুয়াল ৯.১ সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দাগ-আঁচড় পড়বে না মোবাইলে! নয়া ফিচারওয়ালা ‘জেড-৫-এক্স’ ভারতে আনছে ভিভো

অনর ২০ আই:

অনর ২০ আই মধ্যবিত্তদের বাজেটের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। এতে রয়েছে-

৬.২১ ইঞ্চির ওয়াটারড্রপ স্টাইল নচ্‌ ডিসপ্লে। ২৪, ৮ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। এতে কিরিন ৭১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

'অনর ২০ আই'-এ ব্যবহার করা হয়েছে কিরিন ৭১০ প্রসেসর ।

অনর প্যাড ৫:

অনর এই প্রথম ট্যাবলেট আনছে বাজারে। অনর প্যাড ৫-এর ফিচারগুলি হল-

১০.১ এফ.এইচ.ডি ডিসপ্লে। কিরিন ৭১০ প্রসেসর। ৩ জিবি/৩২ জিবি এবং ৪ জিবি/৬৪ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এটির ফ্রন্ট ও রিয়ার-দুদিকেই ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এতে রয়েছে ৫,১০০ এম.এ.এইচের ব্যাটারি। অ্যান্ড্রয়েড ৯.১ পাই ভার্সনে পাওয়া যাবে এই ট্যাবলেটটি। এই ট্যাবলেটটিতেও ৩.৫ এম.এমের অডিও জ্যাকযুক্ত ডুয়েল স্পিকার রয়েছে।

“বাজার কাঁপাতে অপেক্ষা আর কয়েকদিনের, অনরের বাকি ফোনগুলির মতো এই ২০ সিরিজও সফল হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই” বললেন এর প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই।

অন্য বিষয়গুলি:

Honor Honor 20 Honor Pad 5 Smart phone Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy