Advertisement
২৬ নভেম্বর ২০২৪
LTC Scheme

কেনাকাটা চলতে পারে বাড়ির লোকের নামেও

বাজারে কেনাকাটা বাড়াতে এলটিসি-র টাকা নগদে পাওয়ার সুবিধা হিসেবে প্রকল্পটি এনেছে কেন্দ্র।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০৫:০৪
Share: Save:

কেন্দ্রীয় সরকারি কর্মীরা পরিবারের সদস্যদের নামে পণ্য-পরিষেবা কিনলেও লিভ ট্র্যাভেল কনসেশন (এলটিসি বা কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেড়াতে যাওয়ার আর্থিক সুবিধা) ক্যাশ ভাউচার প্রকল্পে টাকা ফেরতের দাবি জানাতে পারবেন। তবে ওই সদস্যদের এলটিসি-র সুবিধার আওতায় থাকতে হবে। ধন্দ কাটাতে বুধবার অর্থ মন্ত্রকের ব্যয় দফতর এই ব্যাখ্যা দিয়েছে।

বাজারে কেনাকাটা বাড়াতে এলটিসি-র টাকা নগদে পাওয়ার সুবিধা হিসেবে প্রকল্পটি এনেছে কেন্দ্র। ৩১ মার্চের মধ্যে পণ্য ও পরিষেবা কিনলে এতে শর্তসাপেক্ষে তার দামের হিসেবে এলটিসি-র টাকা পাওয়া যাবে। সরকারি মন্ত্রক, দফতর, রাষ্ট্রায়ত্ত সংস্থা, রাজ্য সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীরা এই সুবিধা পাবেন।
তবে এ নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে মানুষের মধ্যে। যেমন, পরিবারের নির্ভরশীল সদস্যের নামে কিছু কিনলে সুবিধা মিলবে কি? এ দিন তা-ই স্পষ্ট করার চেষ্টা করেছে কেন্দ্র। জানিয়েছে, স্বামী-স্ত্রী বা বাড়ির অন্য কারও নামে ইনভয়েস হতেই পারে। তবে পেশার রেকর্ডে তাঁদের এলটিসি প্রকল্পে নাম থাকতে হবে। অতীতে যাঁরা এলটিসি নেননি, একই শর্তে সুবিধা পেতে পারেন তাঁরাও।

এলটিসি-র সুবিধা

• প্রকল্পের সুবিধা নিতে কর্মীদের রেল বা বিমান ভাড়া বাবদ প্রাপ্যের তিন গুণ টাকা খরচ করে পণ্য বা পরিষেবা কিনতে হবে। যে সব ক্ষেত্রে ১২% বা তার বেশি জিএসটি, সেগুলিতেই সুবিধা। অর্থাৎ সেগুলির দামের হিসেবে এলটিসি-র টাকা ফেরত মিলবে। আগে শুধু বেড়াতে গেলেই খরচ দাবি করা যেত।

• ডিজিটাল পদ্ধতি, চেক, ডিম্যান্ড ড্রাফট, নেফট ও আরটিজিএস-এর মাধ্যমে দাম মেটাতে হবে।

• পণ্য ও পরিষেবা কেনা যাবে পরিবারের সদস্যদের নামেও।

• ১২ অক্টোবর বা তার পরে কিনলে ইএমআই-এর সুবিধাও মিলবে। লাগবে জিএসটি ইনভয়েস।

• সুযোগ ৩১ মার্চের মধ্যে।

অন্য বিষয়গুলি:

LTC Scheme Central Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy