ছবি সংগৃহীত।
পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই চড়চড়িয়ে বেড়ে গেল সোনার দাম। একলাফে ৫৫৫ টাকা। এক দিনে। গত পাঁচ সপ্তাহে এক দিনে এতটা লাফ দেয়নি সোনার দাম।
দামবৃদ্ধির পর ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৩২ হাজার ৩০ টাকা। সোনা বাড়লে রুপোই বা পিছিয়ে থাকে কী ভাবে! তারও দাম চড়েছে। এক কিলোগ্রাম রুপোর দাম ৩৯ হাজার টাকা ছাপিয়ে গিয়েছে। রুপোর দাম বাড়ার কারণটা অবশ্য অন্য। শিল্পোৎপাদন আর মুদ্রা বানাতে কদর বেড়েছে রুপোর। তাই দাম বেড়েছে রুপোর।
১০ গ্রাম ওজনের ৯৯.৯ এবং ৯৯.৫ শতাংশ বিশুদ্ধ সোনার দাম দিল্লিতে বেড়ে যথাক্রমে হয়েছে ৩২ হাজার ৩০ টাকা ও ৩১ হাজার ৮৮০ টাকা।
আরও পড়ুন- অস্থির বিশ্ব বাজারে আগুন সোনা
আরও পড়ুন- এই সপ্তাহেই ভারতের সঙ্গে ৩৬৬৬৭ কোটি টাকার ক্ষেপণাস্ত্র চুক্তি, জানাল রাশিয়া
তবে রুপোর মুদ্রা বেচা-কেনায় দামের দাঁড়িপাল্লা দাঁড়িয়ে রয়েছে একই জায়গায়। ১০০টি রুপোর মুদ্রা কিনতে লাগছে ৭৩ হাজার টাকা। আর ১০০টি রুপোর মুদ্রা বেচলে পাওয়া যাচ্ছে ৭৪ হাজার টাকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy