Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Ecowrap

চাকরির বাজারে থাবা

এনপিএস প্রকল্পের উল্লেখ করে রিপোর্ট জানিয়েছে, কেন্দ্র ও রাজ্যগুলি মিলিয়ে সরকারি ক্ষেত্রে চলতি অর্থবর্ষে ৩৯ হাজার কম কর্মসংস্থান হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
মুম্বই শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০৩:২৩
Share: Save:

চাহিদার অভাবে অর্থনীতির শ্লথ গতি ইতিমধ্যেই থাবা বসাচ্ছে চাকরির বাজারে। সেই বিপদ কতখানি বেড়েছে, তারই একাধিক ছবি তুলে ধরল স্টেট ব্যাঙ্কের রিসার্চ রিপোর্ট ইকোর‌্যাপ। জানাল, প্রথমত, কর্মী প্রভিডেন্ট ফান্ড সংস্থার (ইপিএফও) তথ্যে ধরা পড়েছে ২০১৮-১৯ অর্থবর্ষে দেশে ৮৯.৭ লক্ষ মানুষ পিএফে নাম লেখান। চলতি অর্থবর্ষে অনুমান, সেই সংখ্যা ১৫.৮ লক্ষ কম হতে পারে। দ্বিতীয়ত, অসম, রাজস্থানের মতো কিছু রাজ্যে টাকা পাঠানোর পরিমাণ কমেছে। যা কর্মরত অস্থায়ী কর্মীদের সংখ্যা কমারই প্রতিফলন।

এনপিএস প্রকল্পের উল্লেখ করে রিপোর্ট জানিয়েছে, কেন্দ্র ও রাজ্যগুলি মিলিয়ে সরকারি ক্ষেত্রে চলতি অর্থবর্ষে ৩৯ হাজার কম কর্মসংস্থান হবে। এই অবস্থায় শিল্পের দাবি, বাজেটে কাজ তৈরিতে জোর দিক কেন্দ্র।

অন্য বিষয়গুলি:

Ecowrap SBI Employment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE