সম্প্রতি ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক (৬.৭% থেকে ৬.৫%) এবং উপদেষ্টা সংস্থা মুডি’জ় (৬.৪% থেকে ৬.১%)। এ বার সেই তালিকায় যোগ হল মূল্যায়ন সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। সংশ্লিষ্ট মহলের মতে, আমেরিকার শুল্ক-কোপে বিশ্ব পরিস্থিতি যে দিকে গড়িয়েছে, তাতে অর্থনীতির অগ্রগতি নিয়ে দ্বিধা তৈরি হচ্ছে। কমছে আস্থা।
মার্চের শুরুতে এসঅ্যান্ডপি তাদের সমীক্ষা রিপোর্টে জানিয়েছিল, ২০২৫ এবং ২০২৬ সালে দেশের আর্থিক বৃদ্ধির হার হতে পারে যথাক্রমে ৬.৫% এবং ৬.৮%। তার পরেই ভারত-সহ বিশ্বের বেশির ভাগ দেশের পণ্যের উপরে আমদানি শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন মাসের জন্য তা স্থগিতও রাখেন। আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থাটি নতুন রিপোর্টে জানিয়েছে, শুল্ক সত্যিই কার্যকর হলে বৃদ্ধির এই গতি ধাক্কা খাবে। সেই হার হতে পারে ৬.৩% এবং ৬.৫%। চিন এবং জাপানের মতো বৃহৎ অর্থনীতির ক্ষেত্রেও তা কমতে পারে ২০-৪০ বেসিস পয়েন্ট। চাপে পড়বে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাকি সমস্ত ছোট দেশও।
এসঅ্যান্ডপি-র গবেষণা শাখার আধিকারিক ইউনিস ট্যান বলেন, ‘‘শেষ পর্যন্ত শুল্ক বসলে তার আর্থিক পরিণাম গুরুতর হবে।’’ ইতিমধ্যেই এর জেরে চড়া মূল্যবৃদ্ধি, উৎপাদনে ভাটা, বেকারত্ব, এমনকি আর্থিক মন্দার আশঙ্কাও করছে একাংশ।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)