Advertisement
০২ নভেম্বর ২০২৪

নিউটাউনের জমি থেকে আয় বাড়াতে চায় সিএসই

নিউটাউনের ওই জমিতে নতুন ভবন তৈরি হবে বলে জানিয়েছেন সিএসই কর্তৃপক্ষ। সংস্থা সূত্রের খবর, সেখানে ১ লক্ষ বর্গফুট জায়গা নিজেদের জন্য রেখে বাকিটা লাগানো হবে বাণিজ্যিক কাজে।

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ।—ফাইল চিত্র।

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ।—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৮ ০২:৫১
Share: Save:

রাজারহাট নিউটাউনে রয়েছে তাদের পাঁচ একর জমি। আয় বাড়াতে এ বার তাকে বাণিজ্যিক উদ্দেশ্যে কাজে লাগাতে মরিয়া ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ (সিএসই)। যেটি দেশের সব থেকে পুরনো শেয়ার বাজার। নিয়ন্ত্রক সেবি আঞ্চলিক বাজারগুলিকে গোটানোর সিদ্ধান্ত নেওয়ার পরে দীর্ঘ দিন লেনদেন বন্ধ সেখানে।

নিউটাউনের ওই জমিতে নতুন ভবন তৈরি হবে বলে জানিয়েছেন সিএসই কর্তৃপক্ষ। সংস্থা সূত্রের খবর, সেখানে ১ লক্ষ বর্গফুট জায়গা নিজেদের জন্য রেখে বাকিটা লাগানো হবে বাণিজ্যিক কাজে। ইতিমধ্যেই ভবন গড়তে ডেভেলপারদের কাছ থেকে ইচ্ছাপত্র আহ্বান করেছে সিএসই। উল্লেখ্য, নতুন দফতর তৈরির লক্ষ্যে ২০১০ সালে জমিটি হাতে নিয়েছিল তারা।

সিএসই-র নিজস্ব লেনদেন বহু দিন হল বন্ধ ঠিকই। তবে তাদের সঙ্গে দেশের প্রধান দু’টি স্টক এক্সচেঞ্জ, বিএসই এবং এনএসইর নির্দিষ্ট চুক্তি আছে। যার সুবাদে এখন কলকাতার এই শেয়ার বাজারে নথিভুক্ত ব্রোকাররা ওই দুই এক্সচেঞ্জেই লেনদেন চালাচ্ছেন।

বাজারটিকে টিকিয়ে রাখার জন্য এর আগে বিভিন্ন সময় নানা ধরনের পরিকল্পনার কথা বলেছেন সিএসই কর্তৃপক্ষ। কিন্তু কোনওটিই সে ভাবে কার্যকর করা যায়নি। এ বার নিউটাউনে পড়ে থাকা জমিটি থেকে রোজগার বাড়ানোর এই কৌশল কতটা কাজে লাগে, সেটাই দেখার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE