Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Coronavirus

শিল্পের ইঞ্জিন চালু কঠিন

ওই সমীক্ষা অনুযায়ী, কাঁচামাল আনা বা তৈরি পণ্য বাজারে পাঠানো- দু’ক্ষেত্রেই সমস্যায় পড়ছে অধিকাংশ সংস্থা।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ০৫:৫২
Share: Save:

কোথাও কাঁচামাল পেতে কালঘাম ছোটার দশা। কোথাও আবার কঠিন হচ্ছে কর্মীদের কারখানায় আনাই। এই সমস্ত বাধা দ্রুত না-সরালে, লকডাউনের জেরে শিল্পের বন্ধ থাকা ইঞ্জিন ফের চালু করা মোটেই সহজ হবে না বলে জানাচ্ছে বণিকসভা সিআইআইয়ের সমীক্ষা।

ওই সমীক্ষা অনুযায়ী, কাঁচামাল আনা বা তৈরি পণ্য বাজারে পাঠানো- দু’ক্ষেত্রেই সমস্যায় পড়ছে অধিকাংশ সংস্থা। সমীক্ষায় সংস্থাগুলির ১৫% জানিয়েছে, ওই নেওয়া-দেওয়া মোটামুটি সময়ে করতে পারছে তারা। ৩৯% দেরির সমস্যার কথা জানিয়েছে। আর কাঁচামাল পাওয়াই যাচ্ছে না বলে অভিযোগ ২৩% সংস্থার। ‘রেড জ়োন’ এবং পুর এলাকায় কারখানা বা ব্যবসা হওয়ার কারণে ঝাঁপ বন্ধ রাখতে বাধ্য হওয়ার কথা জানিয়েছে যথাক্রমে ১৬% ও ২০% সংস্থা। মাথাব্যথা কর্মীদের আনাও। লকডাউনের মধ্যে বেরোনোর জন্য যে পাস প্রয়োজন, কর্মীদের তা না-পাওয়া বা পেতে দেরি হওয়ার কথা জানিয়েছে ৪২% সংস্থা। দুই-তৃতীয়াংশ জানাচ্ছে, বাড়ি থেকে কর্মীদের আনা বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে তাদের।

কর্মীদের আনার ঝক্কি না-কমলে, শিল্পের স্বাভাবিক হওয়া কঠিন, জানান সিআইআইয়ের ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। ৩৯% সংস্থার আশঙ্কা, খোলার পরে কেউ করোনায় আক্রান্ত হলে, হেনস্থা হবে কর্তৃপক্ষের।

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Coronavirus Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy