বৈদ্যুতিক বাস। —ফাইল চিত্র।
গণ-পরিবহণে বৈদ্যুতিক বাস চালানোর সিদ্ধান্ত নিয়ে পশ্চিমবঙ্গের প্রশংসা করলেন কলকাতায় আমেরিকার কনসাল জেনারেল ক্যাথি ডিয়াজ়। দাবি করলেন, কার্বন নিঃসরণ কমিয়ে দূষণ থেকে পরিবেশকে বাঁচানোর পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বণিকসভা সিআইআইয়ের সভায় বুধবার তিনি বলেন, ‘‘রাজ্য গণ-পরিবহণ ব্যবস্থাকে দূষণমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর অন্যতম উদ্যোগ বৈদ্যুতিক বাস চালু। যারা পরীক্ষামূলক ভাবে সেই পথে হাঁটছে, তাদের মধ্যে ভাল কাজ করছে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলি।’’ বৈদ্যুতিক ট্রাক ব্যবহারের কথাও গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা বলেন তিনি।
যদিও এ দিন এক প্রশ্নের উত্তরে ডিয়াজ় বলেছেন, ‘‘কলকাতা সংস্কৃতির পীঠস্থান। কিন্তু ভারতের বাইরে এই রাজ্য বিশেষ পরিচিত নয়। পরিচিতি বাড়ানোর জন্য প্রচার জরুরি।’’ তবে একই সঙ্গে রাজ্যে গ্লোবাল ফাউন্ড্রিজ়ের সেমিকনডাক্টর কারখানার কথা উল্লেখ করে তিনি জানান, এই ঘটনা বাংলার পক্ষে অত্যন্ত ইতিবাচক।
শিল্পপতি সঞ্জয় বুধিয়া ডিয়াজ়কে অনুরোধ করেন আসন্ন বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে আমেরিকার শিল্পপতিরা যাতে বড় সংখ্যায় আসেন, তা যেন নিশ্চিত করেন তিনি। ডিয়াজ়ের বার্তা, বিষয়টি দেখবেন। বলেন, ‘‘এ বছর
আমেরিকার শিল্প সম্মেলন ‘সিলেক্ট ইউএসএ’-তে ভারত থেকে ২৩০ জনের বেশি প্রতিনিধি গিয়েছিলেন। যা এ যাবৎকালের মধ্যে বিদেশে সফর করা সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধি দল। এর থেকেই স্পষ্ট এই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কোথায় দাঁড়িয়ে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy