Advertisement
০২ নভেম্বর ২০২৪
Passenger Cars

যাত্রী গাড়ির বিক্রি বাড়লেও যাচ্ছে না চিন্তা

ফাডার মতে, করোনা আবহে নতুন ও কম দামি গাড়ির চাহিদার জেরেই যাত্রী গাড়ির বিক্রি বেড়েছে। পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যের ছবিও আশাপ্রদ। কৃষিতে ট্র্যাক্টরের চাহিদাও রয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২০ ০২:৫৪
Share: Save:

লকডাউন ওঠার পরে প্রতি মাসে ডিলারদের শো-রুম থেকে যেমন আগের মাসের চেয়ে গাড়ি বিক্রি বাড়ছিল, সেপ্টেম্বরেও সেই ধারা অব্যাহত। তার উপরে ডিলারদের সংগঠন ফাডা জানিয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বরের চেয়ে গত মাসে যাত্রী গাড়ির বিক্রি এই প্রথম বেড়েছে (৯.৮%)। উৎসবের মরসুম শুরুর আগে এই ছবিতে কিছুটা আশায় থাকলেও পুরো চিন্তামুক্ত হতে পারছে না গাড়ি শিল্প। কারণ, সামগ্রিক ভাবে সেপ্টেম্বরে গাড়ি বিক্রি ১০.২৪% কমেছে। তার উপরে গত দু’বছরের উৎসবের সময়ে বেহাল বিক্রি এবং করোনা সংক্রমণ আরও বাড়লে ব্যবসা ধাক্কা খাওয়ার আশঙ্কা তাড়া করছে তাদের।

ফাডার মতে, করোনা আবহে নতুন ও কম দামি গাড়ির চাহিদার জেরেই যাত্রী গাড়ির বিক্রি বেড়েছে। পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যের ছবিও আশাপ্রদ। কৃষিতে ট্র্যাক্টরের চাহিদাও রয়েছে। কিন্তু শিল্পের মাথাব্যথা দু’চাকা, তিন চাকা ও বাণিজ্যিক গাড়ির চাহিদা। এই অবস্থায় ফাডার সতর্কবার্তা, ডিলার ও গাড়ি সংস্থাগুলি যেন বাড়তি মজুত না-করে। কারণ ফের করোনা সংক্রমণ বাড়লে তখন বিপুল ধাক্কা লাগবে ব্যবসায়।

অন্য বিষয়গুলি:

Passenger Cars Cars
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE