Comparative analysis of Jio, Airtel, VI postpaid plan of Rs. 399 dgtl
JIO
ভোডাফোন, এয়ারটেল না জিয়ো, সমমূল্যের প্ল্যানে কে বেশি ভাল অফার দিচ্ছে দেখে নিন
জিয়োর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে এয়ারটেল এবং ভোডাফোনও আনছে আকর্ষণীয় বিভিন্ন প্ল্যান।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ১১:৩৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
ভারতের টেলিকম বাজারে জিয়োর একাধিপত্য অব্যাহত। জিয়োর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে এয়ারটেল এবং ভোডাফোনও আনছে আকর্ষণীয় বিভিন্ন প্ল্যান। একই মূল্যের প্ল্যানের বিচারে এগিয়ে কে?
০২১৫
রিলায়্যান্স জিয়ো, এয়ারটেল ও ভিআই (আইডিয়া-ভোডাফোন) উৎসবের মরসুমে এনেছে সস্তার পোস্টপেড প্ল্যান। মাসিক ৩৯৯ টাকার সেই প্ল্যানে কী কী সুবিধা থাকছে? কার প্ল্যানে ডেটার সুবিধা বেশি? কে দিচ্ছে বেশি ফোন করার সুবিধা? আসুন দেখে নিই—
৩৯৯ টাকাতে এয়ারটেলের মতোই একই পরিমাণ হাই স্পিড ডেটা দিচ্ছে ভোডাফোনও।
০৫১৫
ডেটার ব্যাপারে এয়ারটেল, ভোডাফোনের থেকে এগিয়ে রয়েছে জিয়ো। ৩৯৯ টাকায় তারা দিচ্ছে ৭৫ জিবি ডেটা। এই ডেটার পর প্রতি জিবি ডেটার জন্য গ্রাহককে দিতে হবে ১০ টাকা।
০৬১৫
তবে ৩৯৯-এর প্ল্যানে আনলিমিটেড এসটিডি ও লোকাল কলের সুবিধা দিচ্ছে তিন টেলিকম সংস্থাই।
০৭১৫
কিন্তু এসএমএসের সুবিধা সকলের সমান নয়।
০৮১৫
যেমন, ভোডাফোন বিনামূল্যে কোনও এসএমএস পরিষেবা দিচ্ছে না ৩৯৯ টাকার প্ল্যানের সঙ্গে। এই প্ল্যানের অধীনে এসএমএস করতে নির্দিষ্ট চার্জ দিতে হবে।
০৯১৫
৩৯৯ টাকার প্ল্যানে প্রতি দিনে ১০০টি এসএমএস বিনামূল্যে করতে পারবেন এয়ারটেল গ্রাহকরা।
১০১৫
ডেটার মতো এসএমএসের ব্যাপারেও ভোডাফোন-এয়ারটেলের থেকে এগিয়ে জিয়ো। তাদের এই প্ল্যানে করা করা যাবে যত খুশি এসএমএস।
১১১৫
এসএমএস এবং ডেটার মতো আরও একটি ব্যাপারে এগিয়ে রয়েছে জিয়োর ৩৯৯-এর পোস্টপেড প্ল্যানটি। তা হল প্ল্যানের সঙ্গে ওটিটি পরিষেবা।
১২১৫
জিয়োর এই প্ল্যানের সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং ডিজনি-হটস্টারে কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশনের সুবিধা।
১৩১৫
এয়ারটেল ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের সুবিধা না দিলেও এয়াটেল এক্সট্রিম অ্যাপ এবং উইঙ্ক মিউজিকে বার্ষিক সাবস্ক্রিপশনের সুবিধা।
১৪১৫
ভোডাফোনের প্ল্যানে থাকছে না এই ধরনের কোনও সুবিধাই।
১৫১৫
তাই ৩৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে তুল্যমূল্য বিচারে এয়ারটেল এবং ভোডাফোনের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে জিয়ো।