সোনা জমা প্রকল্প সফল করতে তাতে বদল আনল কেন্দ্র। এখন থেকে এর আওতায় মাঝারি (৫-৭ বছর) ও দীর্ঘ (১২-১৫ বছর) মেয়াদে সোনা জমা করলে, শেষে সোনা বা সোনার সমমূল্যের টাকা, দু’ভাবেই প্রাপ্য নেওয়ার সুযোগ থাকবে। তবে সোনা-ই হাতে পেতে ০.২% খরচ দিতে হবে। এত দিন শুধু স্বল্প মেয়াদে এই সুযোগ মিলত। কিন্তু রিটার্ন সোনায় পাওয়ার দাবি করে তিরুপতি-সহ কিছু মন্দির।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy