Advertisement
E-Paper

তালিকায় ‘অরিফ্লেম’ থেকে ‘ভিহান’! বিধিভঙ্গের নোটিস ১৭টি ডিরেক্ট সেলিং সংস্থাকে

অভিযোগ, তারা অনৈতিক ভাবে ব্যবসা করছে। ভাঙছে ক্রেতা সুরক্ষা আইন। সংস্থাগুলির মধ্যে আছে অরিফ্লেম ইন্ডিয়া, ভিহান ডিরেক্ট সেলিং ইন্ডিয়া, ওরিয়েন্স গ্লোবাল মার্কেটিং ইত্যাদি।

নোটিস জারি করল ক্রেতা সুরক্ষা নিয়ন্ত্রক সিসিপিএ।

নোটিস জারি করল ক্রেতা সুরক্ষা নিয়ন্ত্রক সিসিপিএ। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৮:২৩
Share
Save

সরাসরি পণ্য বিক্রি (ডিরেক্ট সেলিং) করে, এমন ১৭টি সংস্থার বিরুদ্ধে নোটিস জারি করল ক্রেতা সুরক্ষা নিয়ন্ত্রক সিসিপিএ। অভিযোগ, তারা অনৈতিক ভাবে ব্যবসা করছে। ভাঙছে ক্রেতা সুরক্ষা আইন। সংস্থাগুলির মধ্যে আছে অরিফ্লেম ইন্ডিয়া, ভিহান ডিরেক্ট সেলিং ইন্ডিয়া, ওরিয়েন্স গ্লোবাল মার্কেটিং, জেনেসা ওয়েলনেস ইত্যাদি।

বিবৃতিতে সিসিপিএ বলেছে, ১৩টি সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা। তিনটি সংস্থা এখনও প্রর্যন্ত অভিযোগের উত্তর দেয়নি। নিয়ন্ত্রকটির দাবি, ওই সব সংস্থা ক্রেতাদের প্রতারিত করছে বলে অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে তারা। সংশ্লিষ্ট মন্ত্রকের দাবি, কিছু ভুয়ো সংস্থা বেআইনি অর্থ লগ্নির ব্যবসা চালানোর জন্য ডিরেক্ট সেলিং মডেলকে ব্যবহার করছে। সিসিপিএ-র অভিযোগ, কাজ করার জন্য সংস্থাগুলি বহু অনৈতিক উপায় অবলম্বন করে। যেমন, অবাস্তব হারে কমিশন দেওয়ার টোপ দেওয়া থেকে শুরু করে বিদেশ ভ্রমণ, উদ্যোগপতি হওয়ার স্বপ্ন দেখানো ইদ্যাদি।

বিবৃতিতে বলা হয়েছে, সরকার দেশে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং ক্রেতাদের স্বর্থের উপযোগী বাজারের পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর। তাই উপভোক্তাদের প্রতি সিসিপিএ-র পরামর্শ, তাঁরা ওই সব সংস্থার সঙ্গে কোনও লেনদেন করার আগে তাদের পরিচয় যেন ভাল করে খতিয়ে দেখেন। এ ছাড়া সংস্থা সুবিধাগুলি দেওয়া এবং টাকা ফেরতের ব্যাপারে কী নীতি অনুসরণ করছে, তা-ও যেন বাস্তবসম্মত ভাবে খুঁটিয়ে দেখা হয়। সংস্থায় লোককে শামিল করার ভিত্তিতে আয়ের টোপ এড়িয়ে চলতেও পরামর্শ দিয়েছে সিসিপিএ।


(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Fraud industry Notice

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}