রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) রেপো রেটের সঙ্গে সম্পর্কযুক্ত সুদের হার হ্রাস করল আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ফলে গৃহঋণে মিলবে স্বস্তি। চলতি বছরের এপ্রিলে এই নিয়ে মোট দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ঋণের ক্ষেত্রে কমল সুদের হার।
সম্প্রতি গৃহঋণে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমানোর কথা ঘোষণা করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (বিওআই)। ফলে গৃহঋণে বার্ষিক ৮.১ শতাংশ থেকে সুদের হার হ্রাস পেয়ে ৭.৯ শতাংশে নেমে এসেছে। এ বছরের ১৫ এপ্রিল থেকে সংশোধিত সুদের হার কার্যকর হবে বলে জানিয়েছে বিওআই কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশোধিত সুদের হারের সুবিধা নতুন এবং বর্তমান, দু’ধরনের গ্রাহকেরাই পাবেন। গৃহঋণের পাশাপাশি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণ, সম্পত্তির বিপরীতে ঋণ, শিক্ষা ঋণ এবং স্টার রিজ়ার্ভ মর্টগেজ় ঋণ-সহ নির্বাচিত খুচরো ঋণগুলিতেও সুদের হার ২৫ বেসিস পয়েন্ট হ্রাস করেছে।
দু’দিন আগে রেপো রেটের সঙ্গে সম্পর্কযুক্ত ঋণের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করে ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক। ফলে সেখানে সুদের হার ন’শতাংশ থেকে কমে ৮.৮৫ শতাংশে নেমে এসেছে।
এখানে উল্লেখ্য, দু’টি পদ্ধতিতে গৃহঋণ দিয়ে থাকে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক। একটি স্থায়ী এবং অপরটি ভাসমান সুদ। আরবিআইয়ের রেপো রেটের সঙ্গে দ্বিতীয়টি সম্পৃক্ত। ফলে কেবলমাত্র ভাসমান সুদের গৃহঋণের গ্রাহকেরাই এই আর্থিক সুবিধা পাবেন, অন্যেরা নয়।
এ বছরে পর পর দু’বার সুদের হার হ্রাস করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। ফলে ছ’শতাংশে নেমে এসেছে রেপো রেট। গত ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বৈঠক করেন কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির সদস্যেরা। সেখানেই রেপো রেট হ্রাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকশেষে তা ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্র।