প্রতীকী ছবি।
সুদের হার বৃদ্ধি এখানেই থেমে থাকবে না। আগামী জুন এবং অগস্টে ঋণনীতির পর্যালোচনায় ফের তা বাড়াতে পারে রিজ়ার্ভ ব্যাঙ্ক। এমনকি ২০২৩ সালের মার্চের শেষে তা ৫.১৫ শতাংশে পৌঁছে যেতে পারে। এমনই ইঙ্গিত স্টেট ব্যাঙ্কের আর্থিক বিষয়ক গবেষণা রিপোর্টে। মূল্যবৃদ্ধিতে লাগাম পরাতে বুধবার আচমকা রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৪০% করেছে শীর্ষ ব্যাঙ্ক।
এসবিআইয়ের রিপোর্টে বলা হয়েছে, মূল্যবৃদ্ধির সমস্যা সাময়িক নয়। এই সমস্যায় ভুগছে বিভিন্ন দেশ। ভারতে চাহিদা কম থাকা সত্ত্বেও বিশেষত তেল এবং খাদ্যপণ্যের চড়তে থাকা দাম মূল্যবৃদ্ধিকে ঠেলে তুলেছে। তার থেকে বেরোতে এখন সুদ বৃদ্ধিই অস্ত্র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy