Advertisement
০১ জানুয়ারি ২০২৫
EPL 2024-25

পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি, আটকে গেল টটেনহ্যাম, ফুলহ্যাম

গত পাঁচটি ম্যাচে জয় পায়নি ম্যাঞ্চেস্টার সিটি। এর আগে প্রিমিয়ার লিগে চারটি ম্যাচে জয় পায়নি তারা। চ্যাম্পিয়ন্স লিগে হারতে হয়েছিল জুভেন্টাসের বিরুদ্ধে। সেই দলের মুখে রবিবার হাসি ফোটালেন এর্লিং হালান্ডেরা।

Manchester City\\\'s Erling Haaland celebrates scoring their second goal with Kyle Walker

গোলের পর উচ্ছ্বাস কাইল ওয়াকার এবং এর্লিং হালান্ডের। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২৩:১৮
Share: Save:

অবশেষে জিতল ম্যাঞ্চেস্টার সিটি। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে দিল তারা। গত পাঁচটি ম্যাচে জয় পায়নি ম্যাঞ্চেস্টার সিটি। এর আগে প্রিমিয়ার লিগে চারটি ম্যাচে জয় পায়নি তারা। চ্যাম্পিয়ন্স লিগে হারতে হয়েছিল জুভেন্টাসের বিরুদ্ধে। সেই দলের মুখে রবিবার হাসি ফোটালেন এর্লিং হালান্ডেরা।

প্রিমিয়ার লিগে শেষ ১০টি ম্যাচের মধ্যে ছ’টিতেই হেরে গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ড্র করেছিল দু’টি ম্যাচে। রবিবারের জয়টি শেষ ১০ ম্যাচের মধ্যে দ্বিতীয় জয়। রবিবার লেস্টারের বিরুদ্ধে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল পেপ গুয়ার্দিওয়ালার দল। ফিল ফোডেন দূরপাল্লার শট আটকে দিয়েছিলেন লেস্টারের গোলরক্ষক ইয়াকুব স্টোলারজিক। কিন্তু ফিরতি বলে গোল করে যান সেভিনহো। ২১ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে গোল করেন হালান্ড। সেই গোলেও অবদান রয়েছে সেভিনহোর। তাঁর করা ক্রস থেকেই হেডে গোল করেন হালান্ড।

লেস্টারকে হারিয়ে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল ম্যাঞ্চেস্টার সিটি। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ড্র করল টটেনহ্যাম। তাদের ম্যাচ ছিল উলভ্‌সের বিরুদ্ধে। সেই ম্যাচ ২-২ গোলে শেষ হয়। টটেনহ্যামের হয়ে গোল করেন রদ্রিগো বেন্টাঙ্কুর এবং ব্রেনান জনসন। উলভ্‌সের হয়ে গোল করেন হোয়াং হি-চ্যান এবং জরগান স্ট্র্যান্ড লারসেন। ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করে টটেনহ্যাম। ৮৭ মিনিটে গোল করেন লারসেন। তাতেই ড্র করে সন্তুষ্ট থাকতে হয় টটেনহ্যামকে। ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে তারা। উলভ্‌স একই সংখ্যক ম্যাচ খেলে ১৬ পয়েন্ট পেয়েছে। তারা ১৭ নম্বরে রয়েছে।

ড্র হয়ে গিয়েছে ফুলহ্যাম বনাম বোর্নমাউথের ম্যাচ। সেই ম্যাচও শেষ হয় ২-২ গোলে। অন্য ম্যাচে এভার্টন ০-২ গোলে হেরে গিয়েছে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে। ক্রিস্টালপ্যালেস হারিয়ে দিয়েছে সাদাম্পটনকে। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে নটিংহ্যাম ফরেস্ট। তবে একটি ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। চতুর্থ স্থানে থাকা চেলসিও ১৮ ম্যাচ খেলেছে। তারা পেয়েছে ৩৫ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুল খেলছে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ১-০ গোলে এগিয়ে রয়েছে লিভারপুল। গোলটি করেছেন লুইস দিয়াজ।

অন্য বিষয়গুলি:

EPL 2024-25 Manchester City Tottenham Hotspurs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy