—প্রতীকী চিত্র।
চলতি মাস থেকে মূল্যবৃদ্ধি মাথা নামাবে বলে গত সপ্তাহে দাবি করেছিলেন রিজ়ার্ভ ব্যাঙ্ক গভর্নর শক্তিকান্ত দাস। যদিও মঙ্গলবার উল্টো পথে হেঁটে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস জানাল আগামী কয়েক মাসও দেশে চড়াই থাকবে জিনিসপত্রের দাম। তবে সরকারের বিভিন্ন পদক্ষেপ তাকে মাত্রা ছাড়াতে দেবে না। শক্তিকান্ত অবশ্য আজও খুচরো মূল্যবৃদ্ধিকে লক্ষ্যমাত্রায় (২%-৬%) বেঁধে রাখার বার্তা দিয়েছেন। বলেছে, তা কোন পথে এগোয়, সে দিকে নজর রাখছেন তাঁরা।
গত বছর থেকে জিনিসের দাম রাশ টানার লক্ষ্যে ২৫০ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছে আরবিআই। মাঝে কমলেও আনাজ-সহ খাদ্যপণ্যের আগুন দাম জুনের ৪.৮৭ শতাংশের তুলনায় জুলাইয়ে খুচরো মূল্যবৃদ্ধিকে ঠেলে তুলেছে ৭.৪৪ শতাংশে। যা ১৫ মাসে সর্বাধিক। এতে মানুষের দুর্ভোগ তো বেড়েইছে। পরের বছর লোকসভা ভোটের আগে অস্বস্তি বেড়েছে কেন্দ্রেরও। কারণ, ক্ষোভ বাড়ছে দেশ জুড়ে। বিঁধছেন বিরোধীরা। অবস্থা সামলাতে পদক্ষেপের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অবস্থায় রয়টার্সের সমীক্ষা বলেছে, অন্তত আরও ক’মাস মূল্যবৃদ্ধি শীর্ষ ব্যাঙ্কের লক্ষ্যের উপরেই থাকবে। শুক্রবার শক্তিকান্ত অবশ্য দাবি করেছিলেন চাল রফতানিতে কড়াকড়ি, রান্নার গ্যাসের দাম কমানো-সহ নানা পদক্ষেপে সেপ্টেম্বরেই নামবে মূল্যবৃদ্ধির হার।
অন্যান্য বিশেষজ্ঞের সুরে এসঅ্যান্ডপি-র অর্থনীতিবিদ বিস্মৃত রাণার যদিও মত, এ বছরে বর্ষার খামখেয়ালিপনা দেখেছে দেশ। সারা ভারতে সামগ্রিক ভাবে ১১% বৃষ্টি কম হয়েছে। যা আগামী কয়েক মাসে শস্যের দামকে ফের বাড়ানোয় ইন্ধন জোগাবে। তবে সরকার চাল-গমের দামকে বাগে আনতে বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যেই করেছে। আরও করবে বলে আশা করা যায়। টম্যাটো-সহ অন্যান্য আনাজের দরও কমছে। সরবরাহ বাড়ছে বাজারে। ফলে মূল্যবৃদ্ধি উপরের দিকে থাকলেও সব মিলিয়ে খাদ্যপণ্যের দাম মাথা নামাতে পারে।
শক্তিকান্ত অবশ্য বলেছেন, পণ্যের দাম একটু কমলেই সরবরাহ ব্যবস্থা ধাক্কা খাওয়ায় তা ফের বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। তা যেমন মানুষকে সমস্যায় ফেলে, তেমনই ঋণনীতি স্থির করার ক্ষেত্রে দোলাচলে পড়ে শীর্ষ ব্যাঙ্ক। কারণ দীর্ঘ দিন ধরে এমন অবস্থা চলতে থাকলে চড়া মূল্যবৃদ্ধিই স্বাভাবিক ঘটনায় পরিণত হওয়ার আশঙ্কা থাকে। তাই মূল্যবৃদ্ধিকে ৪ শতাংশের গণ্ডিতে নামানো শুধু নয়, তাকে মাত্রায় বেঁধে রাখাই তাঁদের মূল লক্ষ্য। সে জন্য দামের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে, এমন সমস্যাকে চিহ্নিত করায় জোর দিয়েছেন তিনি।
তবে আজ পরিষেবায় ভাল ফলের ইঙ্গিত দিয়েছে এসঅ্যান্ডপি। অগস্টে এসঅ্যান্ডপি গ্লোবাল ইন্ডিয়া সার্ভিসেস পিএমআই বিজ়নেস অ্যাক্টিভিটি সূচক হয়েছে ৬০.১। তার আগের মাসে ছিল ৬২.৩। এই সূচক ৫০-এর উপরে থাকার অর্থ বৃদ্ধি, কম হলে সঙ্কোচন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy