প্রতীকী ছবি।
চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ৯৫,৭০০ কোটি টাকার বেশি প্রতারণা হয়েছে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রতারণার ঘটনা ছুঁয়েছে ৫,৭৪৩টি। মঙ্গলবার, রাজ্যসভায় এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লিখিত উত্তরে অর্থমন্ত্রী জানান, ব্যাঙ্কগুলিতে প্রতারণা ঠেকাতে সরকার ইতিমধ্যেই সার্বিক ভাবে কিছু পদক্ষেপ করেছে। গত দু’টি অর্থবর্ষে বিভিন্ন নিষ্ক্রিয় সংস্থার ৩.৩৮ লক্ষ অ্যাকাউন্টের লেনদেন (ফ্রিজ) বন্ধ করা হয়েছে। এর পাশাপাশি আর্থিক অপরাধীদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হচ্ছে।
উল্লেখ্য, দেশ জুড়ে একের পর এক প্রতারণার ঘটনা সামনে আসায় ব্যাঙ্কের সুরক্ষা ব্যবস্থা নিয়েই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। সম্প্রতি ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় নতুন করে ৪২টি মামলা দায়ের করেছে সিবিআই। প্রতারণার অঙ্ক মোট ৭,২০০ কোটি। আর ওই টাকার তদন্তে নেমে দেশের ১৮৭টি জায়গায় তল্লাশিও চালিয়েছে তারা। কোটি-কোটি টাকার জালিয়াতির যে সমস্ত ঘটনা ঘটছে তার শিকার হয়েছে স্টেট ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি), এলাহাবাদ ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক-সহ প্রায় সকলেই। যার মধ্যে অন্যতম পিএনবিতে প্রায় ১৪,০০০ কোটির জালিয়াতি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy