—প্রতিনিধিত্বমূলক ছবি।
নভেম্বর এবং ডিসেম্বরের সূচি থেকে প্রায় ৬০টি আন্তর্জাতিক উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া (এআই)। অধিকাংশেরই দিল্লি এবং মুম্বই থেকে আমেরিকার বিভিন্ন শহরে যাওয়ার কথা ছিল। টাটা গোষ্ঠীর সংস্থাটির দাবি, যাত্রীদের ইতিমধ্যেই তারা উড়ান বাতিলের কথা জানিয়েছে। বিকল্প হিসেবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে একই দিনে বা কাছাকাছি সময়ের উড়ানে ভ্রমণের। অনিচ্ছুক যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাও করেছে তারা। তবে সংশ্লিষ্ট মহলের বক্তব্য, বছরের এই সময়ে আন্তর্জাতিক ভ্রমণ বাড়ে। তার জেরে তুঙ্গে থাকে উড়ান টিকিটের চাহিদা। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, এয়ার ইন্ডিয়ার এতগুলি উড়ান বাতিল হওয়ার ফলে টিকিটের দাম বেড়ে যেতে পারে। কারণ জোগানকে ছাড়িয়ে মাথা তুলতে পারে তার চাহিদা
দূরত্ব এবং চাহিদার কারণে ভারত থেকে আমেরিকাগামী টিকিটের দাম অন্যান্য গন্তব্যের তুলনায় অনেকটাই বেশি। সে সরাসরি উড়ান হোক, কিংবা হোক ভ্রমণের মধ্যবর্তী সময়ে তৃতীয় কোনও দেশে থামা। সূত্রের খবর, এআই-এর উড়ানগুলির দিল্লি থেকে ওয়াশিংটন (২৮), সান ফ্রানসিসকো (১২), শিকাগো (১৪) এবং ইউ ইয়র্কে (২) যাওয়ার কথা ছিল। তাদের মুম্বই থেকে নিউ ইয়র্কগামী কয়েকটি বিমানও বাতিল হয়ে গিয়েছে।
সংস্থা দাবি করেছে, তাদের অনেকগুলি বিমান সারানোর কাজ চলছে। কয়েকটির কাজ সময়মতো শেষ হয়নি। ফলে ভ্রমণের চাহিদা অনুযায়ী যথেষ্ট সংখ্যায় বিমান হাতে নেই। সে কারণেই বেশ কয়েকটি উড়ান বাতিল করতে কার্যত বাধ্য হয়েছে তারা। দ্রুত পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছে এআই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy