মোবাইল ফোনের সংযোগের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয় বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার পরেই নতুন সিম বিক্রির ক্ষেত্রে আধার তথ্যের বাধ্যতামূলক ব্যবহার বন্ধ হয়েছে। আর এ বার গ্রাহক চাইলে তাঁর মোবাইল নম্বর থেকে আধার বিচ্ছিন্ন করার আর্জিও জানাতে পারবেন। আধার কর্তৃপক্ষ (ইউআইডিএআই) ও টেলিকম দফতর (ডট) আশ্বাস দিয়েছে, গ্রাহক আর্জি জানালে আধার তথ্য মুছবে সংশ্লিষ্ট টেলিকম সংস্থা।
আধার মামলার রায়ের পরে টেলিকম শিল্প মহল জানিয়েছিল, ডটের নির্দেশ মেনেই সিমের সঙ্গে আধার সংযোগের কাজ শুরু করেছিল তারা। তাই তা বিচ্ছিন্ন করা যাবে কি না, তা ডটই ঠিক করবে। সম্প্রতি বিষয়টি নিয়ে টেলি পরিষেবা সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে ডট ও ইউআইডিএআই। পরে তারা জানায়, গ্রাহকের আবেদন পেলে আধার বিচ্ছিন্ন করবে সংস্থাগুলি। উল্লেখ্য, ভুয়ো সংযোগ রুখতেই আধার তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছিল ডট। তাই পুরনো গ্রাহকেরাও তাঁদের সিমের সঙ্গে আধার নম্বর জুড়েছিলেন। এ ছাড়া নতুন সিম পাওয়ার ক্ষেত্রে আধারের ব্যবহার কার্যত বাধ্যতামূলক হয়ে উঠেছিল। সে কারণেই প্রশ্ন উঠেছিল, সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে মোবাইল থেকে আধার সংযোগ বিচ্ছিন্ন করা যাবে কি?
শনিবার টেলিকম সংস্থাগুলির সংগঠন সিওএআইয়ের ডিজি রাজন এস ম্যাথুজ বলেন, ‘‘গ্রাহক টেলি সংস্থার কাছে আবেদন জানালে তাঁর মোবাইল নম্বরের গ্রাহক-পঞ্জি থেকে আধার তথ্য (নতুন বা পুরানো, যে কোনও সিম) মুছে ফেলা হবে। তবে পরিচয় ও ঠিকানা যাচাইয়ের জন্য ডট স্বীকৃত বিকল্প নথি (ভোটার কার্ড, পাসপোর্ট ইত্যাদি) দিতে হবে তাঁকে।’’
আরও পড়ুন: দুর্ঘটনার দায় নিল না কেউই! ক্ষোভে ফুঁসছে অমৃতসর
কিন্তু যাঁরা আগেই সেই সব নথি জমা দিয়ে সিম কিনেছিলেন এবং পরে সেই সিমের সঙ্গে আধার যুক্ত করেছিলেন, আধার মুছতে চাইলে তাঁদেরও কেন ফের নথি দিতে হবে? ম্যাথুজ বলেন, ‘‘কারণ, আধার সংযোগের পরে গ্রাহকের পুরনো নথির তথ্য আর সংশ্লিষ্ট সংস্থার কাছে নেই। এখন আধার তথ্যও মুছে দিলে নতুন নথির প্রয়োজন হবে।’’ আর নতুন সিমের ক্রেতাদের ক্ষেত্রে শুধু আধার তথ্যই থাকায় তা মুছে দিলে স্বাভাবিক ভাবেই নতুন করে স্বীকৃত নথির প্রয়োজন হবে।
আরও পড়ুন: রং-নম্বরের গেরো, ৬০ বছরের মহিলার সঙ্গে বিয়ে হল কিশোরের!
বিষয়টি নিয়ে এ দিন রাত পর্যন্ত ভোডাফোন-আইডিয়া, এয়ারটেল ও রিলায়্যান্স জিয়োর প্রতিক্রিয়া মেলেনি। ম্যাথুজ অবশ্য জানান, সংস্থাগুলিকে ডট প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, শীঘ্রই সেই সুবিধা পাবেন গ্রাহকেরা।
এ দিকে, সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল, যে সমস্ত মোবাইলের সঙ্গে ইতিমধ্যেই আধার তথ্য যুক্ত করা রয়েছে সেগুলির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কিন্তু বিষয়টি নিয়ে গ্রাহকদের আশ্বস্ত করার চেষ্টা করেছে ইউআইডিএআই এবং ডট। যৌথ বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, এই ধরনের প্রচার সম্পূর্ণ অমূলক। মোবাইল পরিষেবা বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই। এ দিন এ ব্যাপারে ম্যাথুজও জানিয়েছেন, যাঁরা আধার তথ্য মুছে নতুন নথি দেবেন, তাঁদের সেই নথি যাচাই করতে কিছুটা সময় লাগতে পারে। তবে সে জন্য পরিষেবা বন্ধ হবে না। উল্লেখ্য, প্রায় ৫০ কোটি সিমে ইতিমধ্যেই আধার তথ্য যাচাই হয়েছে। যা সারা দেশে মোবাইল সংযোগের প্রায় অর্ধেক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy