Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Foundry Park

হাওড়ার ফাউন্ড্রি পার্কে ২৫০০ কোটি লগ্নি, কাজ ২০ হাজার জনের

এ রাজ্যে ৩৫০টি ঢালাই কারখানা থেকে বছরে ২ লক্ষ টন পণ্য বিদেশে যায়। মূল্য ১২০০ কোটি।

ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ০৬:১০
Share: Save:

হাওড়ার ফাউন্ড্রি পার্কে ১২৫টি ঢালাই কারখানা তৈরিতে লগ্নি হবে ২৫০০ কোটি টাকা। সম্প্রতি ঢালাই শিল্পের সংগঠন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফাউন্ড্রিমেনের বার্ষিক সাধারণ সভায় এ কথা জানান সভাপতি বিজয় বেরিওয়াল। দাবি, এতে কাজ হবে ২০ হাজার জনের। ইতিমধ্যেই ছ’টি কারখানা চালু হয়েছে। বাকিগুলি হবে ২০২৩ সালের মধ্যে।

এ রাজ্যে ৩৫০টি ঢালাই কারখানা থেকে বছরে ২ লক্ষ টন পণ্য বিদেশে যায়। মূল্য ১২০০ কোটি। ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান রবি সেহগল বলেন, চিনা পণ্যে আমেরিকা ও ইউরোপ বিধিনিষেধ আরোপ করায়, ভারতে ঢালাই পণ্য রফতানির বরাত বেড়েছে। কিন্তু কারখানাগুলিতে ৫০ শতাংশের বেশি উৎপাদন হচ্ছে না। কারণ কর্মী কম। পরিবহণ স্বাভাবিক হয়নি। অনেকেই আসতে পারছেন না। জাহাজ কম থাকাতেও পণ্য রফতানি কঠিন হয়েছে, জানান তিনি।
বেরিওয়ালের দাবি, ‘‘বাধা রাজ্যে বিদ্যুতের দামও। ডিভিসি ইউনিট পিছু ৫ টাকা নিলেও রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা নিচ্ছে ৮-৯ টাকা। ফলে উৎপাদনের খরচ বেড়েছে।’’

অন্য বিষয়গুলি:

Foundry Park Howrah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE