২২ ডিসেম্বর ২০২৪
Urvisha-The Condoville

এক নতুন জীবনের গল্প লিখতে চলেছে অম্বুজা নেওটিয়ার 'উর্বিশা দ্য কন্ডভিল'

উর্বিশা আপনার জীবন ও জীবিকার মধ্যে এক আদর্শ ভারসাম্য নিয়ে আসবে

উর্বিশা আপনার জীবন ও জীবিকার মধ্যে এক আদর্শ ভারসাম্য নিয়ে আসবে

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ১৩:৫৭
Share: Save:

অপেক্ষার অবসান! কারণ অম্বুজা নেওটিয়া নিয়ে এল 'উর্বিশা দ্য কন্ডভিল'-এর ফাইনাল টাওয়ার। নিউটাউনের প্রাণকেন্দ্রে অবস্থিত, উর্বিশা এক এমন ঠিকানা যেখানে প্রকৃতি আর আধুনিকতার মেলবন্ধনে গড়ে উঠবে এক নতুন জীবনের গল্প। যেখানে স্বাচ্ছন্দ ও অবসর এক নতুন মাত্রা যোগ করবে আপনার ঘরে ফেরার ছন্দে।

সেক্টর ফাইভ এবং নিউটাউন-এর আই টি হাব-এর থেকে মাত্র দু’মিনিটের দূরত্বে এই উচ্চমানের আবাসন ইতিমধ্যেই ৩০০টি পরিবারের খুশির ঠিকানা হয়ে উঠেছে। শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশ, সঙ্গে শহুরে সুযোগ সুবিধে – এই দুই নিয়ে উর্বিশা আপনার জীবন ও জীবিকার মধ্যে এক আদর্শ ভারসাম্য নিয়ে আসবে।

গ্রাউন্ড ফ্লোর এ সেন্ট্রাল গ্রিনস্‌, ৪ ও ৮ তলায় স্কাই গার্ডেন এবং একটি অপূর্ব টেরেস প্রমেনাড – উর্বিশা বিভিন্ন স্তরে আপনার থাকার অনুভূতিকে সুখময় করে তুলবে। এছাড়াও আবাসনের মধ্যে রেসিডেন্টস্‌ একটিভিটি সেন্টার, বাচ্চাদের এবং বড়দের সময় কাটানোর অন্যান্য সুযোগ-সুবিধে এই ঠিকানাকে আপনার আনন্দ নিকেতন বানিয়ে তুলবে। এখানে ৩ বি এইচ কে বিশিষ্ট অ্যাপার্টমেন্টগুলি পরিকল্পিত হয়েছে আপনার এবং আপনার পরিবারের জীবনকে সুখকর বানানোর জন্য।

তবে দেরি কেন? আসুন নিউটাউনের এই খুশির ঠিকানায়, উর্বিশা দ্য কন্ডভিল-এ এবং উপভোগ করে যান এক সুন্দর জীবনের নতুন আখ্যান।

বিশদ জানতে কল করুন +91 62922 22666 অথবা পাশের লিঙ্কে ক্লিক করুন www.urvisha.in

এই প্রতিবেদনটি ‘অম্বুজা নেওটিয়া'র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

অন্য বিষয়গুলি:

Newtown New Address family Appartment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy