২৮ ডিসেম্বর ২০২৪
Baazar Kolkata Winter Collection

তাক লাগানো শীতের জামাকাপড়, অবিশ্বাস্য কম দামে, সৌজন্যে বাজার কলকাতা

বাজার কলকাতা নিয়ে এসেছে শীত পোশাকের কেতাদুরস্ত সম্ভার। জ্যাকেট থেকে সোয়েটার, সোয়েটশার্ট থেকে মাফলার—কী নেই সেখানে। আর এই সব কিছুই পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য কম দামে।

শীত পোশাকের সম্ভার নিয়ে হাজির ‘বাজার কলকাতা’

শীত পোশাকের সম্ভার নিয়ে হাজির ‘বাজার কলকাতা’

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ১৫:১৯
Share: Save:

দেরিতে হলেও শেষ পর্যন্ত শীত এসেছে বঙ্গে। বরফ পড়েছে দার্জিলিংয়ে, দক্ষিণবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করছে। আর শীত পড়া মানেই একটু বেশি সাজগোজ করার সুযোগ। ম্যাচিং শেডের রঙিন জামাকাপড়ে ফ্যাশনদুরস্ত হয়ে ওঠা। তাই বাজার কলকাতা নিয়ে এসেছে শীত পোশাকের কেতাদুরস্ত সম্ভার। জ্যাকেট থেকে সোয়েটার, সোয়েটশার্ট থেকে মাফলার—কী নেই সেখানে। আর এই সব কিছুই পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য কম দামে।

লেটেস্ট ট্রেন্ডের এই জামাকাপড়ের সম্ভার শুরু হচ্ছে মাত্র ৯৯ টাকা থেকে। আকাশছোঁয়া খরচের বাজারে এই দামে এই তাক লাগানো কালেকশন দেখে সবার মতো আপনিও বলবেন ‘ওয়াও’।

এবার শীতে, বাজার কলকাতায় উলের বাহারি টুপি আর মাফলার পাবেন মাত্র ৯৯ টাকায়।

 উলের টুপি সহ জ্যাকেট

উলের টুপি সহ জ্যাকেট

 উলের মাফলার সহ জ্যাকেট

উলের মাফলার সহ জ্যাকেট

আজকাল কেতাদুরস্ত সোয়েটশার্ট পরতেই অভ্যস্ত জেন ওয়াই থেকে জেড। সেই সোয়েটশার্টের তাক লাগানো সম্ভার শুরু হচ্ছে ২৯৯ টাকা থেকে।

সোয়েটশার্ট

সোয়েটশার্ট

সোয়েটারে যদি মজে থাকে আপনার মন, তা-ও পাবেন এখানে। আধুনিক ডিজাইনের সোয়েটারের দাম ৪৯৯ টাকা থেকে শুরু।

সোয়েটার

সোয়েটার

হাল ফ্যাশনের জ্যাকেটের দুর্দান্ত কালেকশনও রয়েছে এখানে। দাম শুরু মাত্র ৪৯৯ টাকা থেকে।

জ্যাকেট

জ্যাকেট

তা হলে এবার শীতে পুরনো শীত পোশাকের জন্য ওয়াড্রোব না হাতড়ে চলে আসুন বাজার কলকাতায়। তাক লাগানো গরম জামাকাপড়ে জমিয়ে তুলুন শীতের ফ্যাশন।

এই প্রতিবেদনটি ‘বাজার কলকাতা’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।



অন্য বিষয়গুলি:

Winter Collection Dresses Fashion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy