‘রেভ-ওলিউশন ২০২৪’
বাইকপ্রেমীদের স্বপ্নের দিন! প্রতি বছরের মতো এ বারও বাংলার অন্যতম বড় বাইকারদের গ্রুপ ‘টর্নেডো রাইডার্স’-এর উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘রেভ-ওলিউশন ২০২৪’। এই মুহূর্তে এটিই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাইকিং ইভেন্ট। আগামী ২২ ডিসেম্বর, রবিবার আপনার পছন্দের বাইকের রোমাঞ্চকর স্টান্ট থেকে টেস্ট ড্রাইভ-সহ আরও অনেক কিছুর সাক্ষী থাকতে পারেন আপনিও। তার জন্য পৌঁছে যেতে হবে ধূলাগড় টোল প্লাজার পাশে হোটেল হলিডে ইন ইন্টারন্যাশনালে।
২০১৮ সালে শহরের বাইকারদের নিয়ে এই ইভেন্টের সূচনা। বিগত বছরগুলিতেও অত্যন্ত জনপ্রিয় হয়েছিল ‘রেভ-ওলিউশন’। এ বার ষষ্ঠতম বর্ষে পা দিতে চলেছে ‘টর্নেডো রাইডার্স’-এর এই অভিনব ইভেন্ট। বছরের এই সময়টায় গোটা বাংলা থেকে বাইকাররা এই উপলক্ষে একত্রিত হন। গত বছর এই ইভেন্টে শামিল হয়েছিলেন প্রায় ১৭৯২ জন। সেই সংখ্যা এ বছর ২০০০ পেরিয়ে যাবে বলে জানিয়েছেন ‘টর্নেডো রাইডার্স’-এর অন্যতম সদস্য বিশ্বদ্বীপ বিশ্বাস।
বিশ্বদ্বীপ আনন্দবাজার অনলাইনকে বলেন, “রবিবার জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। তার পরে বাইক দুর্ঘটনায় প্রয়াতদের স্মরণে নীরবতা পালন করে মূল অনুষ্ঠান শুরু। এ বছর দিল্লি থেকে বহু থেকে ইউটিউবার আসছেন। মহিলা রাইডাররাও থাকছেন এ বছর। ‘রেভ-ওলিউশন ২০২৪’-এর ব্র্যান্ড আম্বাস্যাডারের ভূমিকায় থাকছে অ্যানবি অর্ণব। এ ছাড়াও টিম টর্নেডোর এই ইভেন্টে বাইক নিয়ে থাকছে বিভিন্ন চমকপ্রদ খেলা এবং বাইক সংক্রান্ত নানা ধরনের সামগ্রীর বেশ কিছু দোকান। প্রায় ৭০-এর বেশি ক্লাব যোগ দিচ্ছে এই ইভেন্টে।”
‘রেভ-ওলিউশন’ শুধুমাত্র বাইকারদের নিয়ে আয়োজিত কর্মসূচি নয়, এটি হাজার হাজার বাইকারের কাছে এক অন্য আবেগ। ইভেন্টে বাইকাররা ছাড়াও বহু বাইকপ্রেমী তারকা উপস্থিত থাকেন। বাইক সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা ছাড়াও খাওয়াদাওয়ারও ব্যবস্থা থাকে এখানে। তবে শুধুই বাইকের ইভেন্ট নয়, টর্নেডো রাইডার্স প্রতি বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজও করে থাকে।
‘রেভ-ওলিউশন’-কে সফল করে তুলতে প্রতি বছর গাড়ির বিভিন্ন বড় সংস্থাও এই কর্মকাণ্ডে শামিল থাকে। এ বছর যেমন থাকছে ‘বাজাজ’, ‘কেটিএম’, ‘হন্ডা’, ‘বিএমডব্লিউ’। এ ছাড়াও টাইটেল স্পনসরের ভূমিকায় থাকছে বিখ্যাত ইঞ্জিন অয়েল প্রস্তুতকারী সংস্থা ‘ক্যাস্ট্রল পাওয়ার ওয়ান’। এ বছরের ইভেন্টে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে বাংলা ব্যান্ড ‘বোলপুর ব্লুজ়’। তা ছাড়া, পুরোপুরি বাউল থিমের ওপর সাজানো হবে গোটা ইভেন্ট। পাশাপাশি, ৭০ থেকে ৮০টির উপরে বাইক থাকবে সুপার বাইকের তালিকায়। তাই আর দেরি না করে বাইকপ্রেমীরা ২২ ডিসেম্বর হোটেল হলিডে ইন ইন্টারন্যাশনালে পৌঁছে যান আপনিও। আর সাক্ষী থাকুন এই অভিনব অনুষ্ঠানের।
এই অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার ছিল আনন্দবাজার অনলাইন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy