প্রতি বছর ইদে বান্দ্রার গ্যালাক্সি আবাসনের সামনে থিক থিক করে ভিড়। সলমন খানকে এক ঝলক দেখার জন্য হাজারও লোকের জমায়েত হয় ফি বছর। যদিও গত বছর মুখ দেখাননি অভিনেতা। তবে নিজের সদ্য মু্ক্তি পাওয়া ছবি ‘সিকন্দর’-এর ঘোষণা করেন সে দিন। চলতি বছর মুক্তি পেয়েছে সলমনের সেই ছবি। যদিও হলফেরত সমীক্ষা খুব একটা আশার আলো দেখাচ্ছে না। তবে এ বছর আর অনুরাগীদের ফেরালেন না সলমন। নিজের আবাসনের বারান্দায় প্রায় মাস তিনেক বাদে দেখা গেল তাঁকে। যদিও আড়াল রইল।
প্রতি বছর গ্যালাক্সির বারান্দা থেকে বাবা সেলিম খানকে পাশে নিয়ে অনুরাগীদের উদ্দেশে হাতে নাড়েন সলমন। এ বার অবশ্য নিরাপত্তার ঘেরাটোপেই থাকতে হল তাঁকে। পরনে সাদা কুর্তা পাজামা, ঠোঁটে হাসি। বুলেটপ্রুফ কাচের আড়ালে ছিলেন অভিনেতা। সঙ্গে ছিলেন বোন অর্পিতা খানের দুই ছেলে মেয়ে, আয়ত ও অহিল। মামার দেখাদেখি হাত নাড়ল দুই খুদেও। গত বছর সলমনের এই বাড়ির বারান্দায় গুলি ছোড়ে বিশ্নোই দলের দুই বন্দুকবাজ। তার পর থেকে সলমনের চলাফেরায় নিষেধাজ্ঞা জারি। বুলেট প্রুফ গাড়ি থেকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা, চব্বিশ ঘণ্টা নজরদারির মধ্যেই রয়েছেন তিনি। দিন যত ঘনিয়েছে, আরও কড়া হয়েছে নজরদারি। তবে সকলকে ইদের শুভেচ্ছা জানাতে ভোলেননি সলমন। এ দিন স্বল্পদৈর্ঘ্যের একটি ভিডিয়ো পোস্ট করে সলমন লেখেন, ‘‘আপনাদের সকলকে ইদের শুভেচ্ছা।’’