২২ জানুয়ারি ২০২৫
Evening Clinic

অ্যাপোলো হাসপাতালের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে ‘ইভনিং ক্লিনিক’ বা সান্ধ্য আউটডোর

মোট আটটি বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই সান্ধ্য আউটডোরটি শুরু হতে চলেছে। ডাক্তার দেখানোর পাশাপাশি এই ক্লিনিকে থাকবে নানা ডায়াগনস্টিক পরীক্ষার সুবিধাও।

অ্যাপোলো হাসপাতালে শুরু হচ্ছে ‘ইভনিং ক্লিনিক’ বা সান্ধ্য আউটডোর

অ্যাপোলো হাসপাতালে শুরু হচ্ছে ‘ইভনিং ক্লিনিক’ বা সান্ধ্য আউটডোর

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৪ ১৫:৫৬
Share: Save:

কলকাতাকে এক নতুন পরিষেবা দিতে উদ্যোগী হল কলকাতার ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এ। রোগীদের সুবিধার কথা ভেবে এ বার সেখানে শুরু হচ্ছে ‘ইভনিং ক্লিনিক’ অর্থাৎ সান্ধ্য আউটডোর। এ শহরের কোনও হাসপাতালে এমন দৃষ্টান্ত এখনও পর্যন্ত প্রায় নেই বললেই চলে। মোট আটটি বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই সান্ধ্য আউটডোরটি শুরু হতে চলেছে। ডাক্তার দেখানোর পাশাপাশি এই ক্লিনিকে থাকবে নানা ডায়াগনস্টিক পরীক্ষার সুবিধাও।

এই বিষয়ে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ইন্টারনাল মেডিসিন এবং রিউম্যাটোলজি, চিকিৎসক শ্যামাশিস বন্দোপাধ্যায় জানিয়েছেন, “গুরুত্বপূর্ণ কিছু বিভাগের চিকিৎসা নিয়ে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালে এই সান্ধ্য আউটডোরটি শুরু হতে চলেছে। বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত রোগীদের সুবিধার্থে খোলা থাকবে এই ‘ইভনিং ক্লিনিক’। এই ধরনের উদ্যোগ এখনও পর্যন্ত কলকাতায় খুব কমই দেখা গিয়েছে।”

রোগীদের নতুন পরিষেবা দিতে উদ্যোগী হল কলকাতার ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’

চিকিৎসক বন্দোপাধ্যায়ের মতে, “এই সান্ধ্য আউটডোরটির মূল উদ্দেশ্য হল যাঁদের নিয়মিত স্কুল-কলেজ বা অফিস যেতে হয়, তাঁদের পরিষেবা দেওয়া। কারণ সকালের দিকে হাসপাতালে যাওয়াটা তাঁদের পক্ষে খুবই অসুবিধার হয়ে যায়। মূলত তাঁদের কথা ভেবেই আমাদের এই সান্ধ্য আউটডোর শুরু করার পরিকল্পনা করা হয়েছে। যাতে তাঁরা সকালের কাজ সেরে সন্ধ্যের দিকে এই আউটডোরে আসতে পারেন বা তাঁদের বাড়ির লোককেও নিয়ে আসতে পারেন। শুধু তা-ই নয়, ডাক্তার দেখানোর পাশাপাশি সমস্ত ধরনের পরীক্ষার সুবিধাও থাকছে এই ইভনিং ক্লিনিকে।”

নতুন এই পরিষেবার ফলে রোগীদের অনেকটাই সুবিধা হবে বলে যথেষ্ট আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ-সহ চিকিৎসকরাও। রোগীদের বৃহত্তর সুবিধার স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষ-সহ চিকিৎসকেরা সকলেই সাধারণ মানুষকে এই পরিষেবা দেওয়ার জন্যে তৈরি।

যে কোনও স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের জন্য অ্যাপোলোতে যোগাযোগ করুন:

জরুরি নং: ১০৬৬

হেল্পলাইন নম্বর: ০৩৩৪৪২০২১২২

ই-মেইল আইডি: infokolkata@apollohospitals.com

এই প্রতিবেদনটি ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

অন্য বিষয়গুলি:

Apollo Multispeciality Hospitals OPD Dr. Syamasis Bandyopadhyay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy