সংবিধান মেনে শপথ নেওয়া মন্ত্রীরা কী ভাবে প্রধান বিচারপতি ও বিচারাধীন মামলা নিয়ে তির্যক মন্তব্য করেন, তা নিয়ে রীতিমতো স্তম্ভিত বাংলাদেশের সুপ্রিম কোর্ট। যে মন্ত্রীরা ওই তির্যক মন্তব্য করেছিলেন, তাঁদের তলবও করেছে বাংলাদেশের শীর্ষ আদালত।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হককে তলবের আদেশ দেওয়ার সময় মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের নয় সদস্যের বেঞ্চ তাদের এই মনোভাব প্রকাশ করেছে।
আরও পড়ুন- ‘দুর্নীতিতে মেয়েরা কমই জড়ান’, নারী দিবসে হাসিনা
প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, ‘‘সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত কিছু খবর আমাদের নজরে এসেছে, যা দেশের সর্বোচ্চ আদালতের পক্ষে অশোভনীয় ও অবমাননাকর। এতে সর্বোচ্চ আদালতের বিচারকরা স্তম্ভিত। এটি বিচার বিভাগের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে মনে করা হচ্ছে।’’
আগামী ১৪ মার্চ দুই মন্ত্রীকে তাঁদের বক্তব্যের ব্যাখ্যা ও ১৫ মার্চ তাঁদের আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy