পটকা মাছ।
শ্রীহট্টের জৈন্তাপুর এলাকায় পটকা মাছ খেয়ে শিশু-সহ একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও আট জন। মৃতরা হলেন, আব্দুর রহিম (৫৫), তার দুই ছেলে সোলেমান (৩৫) ও লোকমান (৩০) এবং সোলেমানের দুই ছেলে রহিম (৮) ও মনি (৬)। মঙ্গলবার দুপুরে মহাইল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে আব্দুর রহিমের পরিবারের সদস্যরা বিল থেকে ধরা পটকা মাছ দিয়ে ভাত খান। এর পরই পরিবারের ১০ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আব্দুর রহিম, সোলেমান ও লোকমান মারা যান। পরে অসুস্থদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে দুই শিশু মারা যায়।
অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আব্দুর রহিমের ছেলে বুরহান, জয়নাল, শাহাদ, তাদের দুই বোন হাজেরা ও মারুফা এবং আনিসুল হকের দুই স্ত্রী আছমা বেগম, সাইম আহমদ। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আব্দুর সবুর মিঞা।
হাসপাতালের চিকিৎসক এনায়েত হোসেন বলেন, “পটকা মাছে ‘ট্রেট্রোডোটক্সিন’ নামে একটি বিষাক্ত পদার্থ রয়েছে। এর প্রভাবে মাছ খাওয়ার পরই তারা অসুস্থ হয়ে পড়ে। এ ধরনের বিষক্রিয়ার কোনও প্রতিষেধকও নেই। তাই বিকল্প পন্থায় চিকিৎসা দিতে হচ্ছে।”
আরও পড়ুন:
পদ্মা সেতুতে বিশ্বব্যাঙ্কের সঙ্গে বাংলাদেশের দূরত্ব ঘুচল
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy