সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি হওয়া বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানান বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আগামী মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে এই চুক্তিটি হওয়ার কথা। প্রথম ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ঢাকা সফরে এসে বুধবার রাষ্ট্রপতি হামিদের সঙ্গে দেখা করেন মনোহর পর্রীকর। উরি ও পাঠানকোটের সেনা শিবিরে জঙ্গি হামলার নিন্দা করেন রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদের সঙ্গেও এ দিন বৈঠকে বসেন পর্রীকর। প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বও হাসিনা হাতে রেখেছেন। বৃহস্পতিবার তাঁর সঙ্গে আলোচানয় প্রতিরক্ষা সমঝোতা চুক্তির খুঁটিনাটি নিয়ে কথা বলবেন পর্রীকর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy