মুখোমুখি দুই নেত্রী। নিজস্ব চিত্র।
মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী ও দেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আউং সান সু চি-র সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানরত এই দুই নেতা স্থানীয় সময় সোমবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে বসেন। বৈঠকে দুই নেত্রী বিভিন্ন বিষয়ে কথা বলেন।
সোমবার সকালে নিউ ইয়র্কে প্রথম কর্মসূচিতে জাতিসংঘের সদর দফতরে উদ্বাস্তু ও অভিবাসনের ওপর সাধারণ পরিষদের প্ল্যানারি বৈঠকে ভাষণ দেন শেখ হাসিনা। এরপর তাঁর সঙ্গে সু চি-র বৈঠক হয়। শেখ হাসিনার সঙ্গে সু চি-র বৈঠকে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের শরণার্থী নিয়ে সমস্যা রয়েছে। মায়ানমারের ৫ লাখের বেশি মুসলিম নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে কয়েক দশক ধরে।
কানাডা সফর শেষে রবিবারই যুক্তরাষ্ট্রে পৌঁছন শেখ হাসিনা। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সাধারণ আলোচনায় বক্তব্য দেবেন তিনি।
২০১৪ সালের ৩ মার্চ মায়ানমারে সু চি-র সঙ্গে প্রথম বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঞ্চলিক জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে অংশ নিতে মায়ানমার গিয়েছিলেন শেখ হাসিনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy