পশ্চিমবঙ্গের মালদহের ঠিক উল্টো দিকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের একটি বাড়িতে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে ৪ জন প্রাণ হারিয়েছে। আহত অবস্থায় এক মহিলা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামাতে ইসলামির ঘাঁটি শিবগঞ্জ ভারতে জালনোট পাচারের রাজধানী হিসেবে পরিচিত। সেখানে জঙ্গি ডেরার খবর পেয়ে বুধবার সকাল থেকেই আমবাগান ঘেরা একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশ। বাড়ির ভেতর থেকে গ্রেনেড ছোড়া শুরু হয়। পুলিশের বিশেষ বাহিনী সোয়াট সেখানে ‘অপারেশন ঈগল হান্ট’ শুরু করে। দু’পক্ষে দফায় দফায় গুলি চলার পরে সন্ধ্যা নামায় অভিযান স্থগিত রাখলেও বাড়ি ঘিরে রাখা হয়।
বৃহস্পতিবার সকালে ফের অভিযান শুরুর পরে দুপুরে বাড়িটির ভেতরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাল্টা গুলি বন্ধ হয়। সোয়াট বাহিনী এর পরে বাড়িটির ভেতরে ঢুকে এক মহিলা ও শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে। চার পুরুষের দেহও মেলে। পুলিশ জানিয়েছে, জঙ্গিরা নব্য জেএমবি-র সদস্য। সাম্প্রতিক তল্লাশি চালিয়ে জঙ্গি ডেরা থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। কয়েক জন জঙ্গিকেও গ্রেফতার করা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy