NIT Durgapur Recruitment 2024

এনআইটি দুর্গাপুরে যৌথ প্রকল্পে কাজের সুযোগ, নিয়োগের ইন্টারভিউ ১৫ জুলাই

প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি) এবং বেসরকারি সংস্থা সেনসরজ়য়েড প্রাইভেট লিমিটেড।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১৬:০৮
NIT Durgapur

এনআইটি দুর্গাপুর। সংগৃহীত ছবি।

দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-তে গবেষণাধর্মী কাজের জন্য কর্মী প্রয়োজন। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানের তরফে। তাতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানে একটি যৌথ প্রকল্পের কাজ হবে। এতে অর্থ সহায়তা করবে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং একটি বেসরকারি সংস্থা। বিজ্ঞপ্তিতে আবেদনের শর্তাবলি-সহ বাকি তথ্যও বিশদ জানানো হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘ডেভেলপমেন্ট অফ পার্শিয়াল ডিসচার্জ মনিটরিং সলিউশনস ফর হাই ভোল্টেজ ইলেক্ট্রিক্যাল অ্যাপারেটাস’ শীর্ষক প্রকল্পের কাজ হবে। তাতে আর্থিক সহায়তা দেবে কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি) এবং বেসরকারি সংস্থা সেনসরজ়য়েড প্রাইভেট লিমিটেড।

এই প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো (এসআরএফ) বা জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে কাজের সুযোগ রয়েছে। মোট শূন্যপদের সংখ্যা দুই। প্রকল্পের জন্য ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে নিযুক্তদের। আবেদনকারীদের জন্য কোনও বয়সসীমা ধার্য করা হয়নি বিজ্ঞপ্তিতে। জেআরএফ পদে নিয়োগ হলে কর্মীদের ফেলোশিপের পরিমাণ হবে মাসে ৩১ হাজার টাকা। অন্য দিকে, এসআরএফ পদে নিয়োগ হলে ফেলোশিপের পরিমাণ বেড়ে দাঁড়াবে মাসে ৩৫ হাজার টাকা।

আবেদনকারীদের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স বা সমতুল বিষয়ে বিই/ বিটেক বা এমই/ এমটেক ডিগ্রি থাকতে হবে। এসআরএফ পদে নিয়োগের জন্য প্রার্থীদের দু’বছর গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতাও জরুরি। যাঁদের প্রোগ্রামিং ইন সি# উইথ নেট, পিসিবি ডিজ়াইন ইত্যাদি সংক্রান্ত অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৫ জুলাই আবেদনের শেষ দিন। ১৫ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন