Manisha Koirala

মনীষাকে মুম্বইয়ে ফ্ল্যাট কেনার জন্য জোরাজুরি করেন শাহরুখ, কেন? জানালেন অভিনেত্রী

শাহরুখই সেই মানুষ যিনি মনীষাকে মুম্বইয়ে পাকাপাকি বসবাস করার জন্য প্রবল জোরাজুরি করেন। কিন্তু নেপথ্যে কোন কারণ?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৫:৫২
মনীষাকে বাড়ি কিনতে কেন জোর করেন শাহরুখ?

মনীষাকে বাড়ি কিনতে কেন জোর করেন শাহরুখ? ছবি: সংগৃহীত।

তাঁদের বন্ধুত্ব দীর্ঘদিনের। একসঙ্গে তিনটি ছবি করেছেন। কিন্তু সেগুলো সবই ব্যর্থ বক্স অফিসে। তবে ‘দিল সে’ ছবিতে শাহরুখ খান ও মনীষা কৈরালার অন্যতম ভাল ছবি, মনে করেন দর্শক। জুটিতে ব্যর্থ হলেও মনীষা-শাহরুখের বন্ধুত্বতে তার প্রভাব পড়েননি। শাহরুখই সেই মানুষ যিনি মনীষাকে মুম্বইয়ে নিজের পাকাপাকি বাসস্থান করার জন্য প্রবল জোরাজুরি করেন। অবশেষে শাহরুখ কথা শোনেন মনীষাও।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে মনীষা কৈরালা বলেন, ‘শাহরুখ প্রথম দিন থেকেই আমার ভীষণ ভাল বন্ধু। আমার মনে আছে, শাহরুখ তখন মাউন্ট মেরি অ্যাপার্টমেন্টে থাকত। আমরা সকলে শাহরুখের ফ্ল্যাটে যেতাম এবং গল্প গুজব করতাম। আমি শাহরুখের একবার দুই বছর আগে মুম্বই এসেছিলাম, কিন্তু প্রথম দিন থেকেই আমাদের মধ্যে খুব ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল।’’ শাহরুখ নিজে দিল্লির ছেলে, মনীষা নেপালের মেয়ে। দু’জনেই ফিল্মি পরিবারের সন্তান না হয়েও মুম্বইয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। সেই কারণে বান্ধবীকে ছোট খাটো সব বিষয়ে পরামর্শ দিতেন বাদশা।

মনীষার কথায়, ‘মুম্বইয়ে ফ্ল্যাট কেনার পরামর্শ আমাকে শাহরুখই দিয়েছিল। ও বলত যে হেতু আমরা মুম্বইয়ের বাইরে থেকে এসেছি, তাই মুম্বইয়ে একটি ফ্ল্যাট থাকলে তবেই আমাদের জোর থাকবে। কাজের ক্ষেত্রেও সমস্যা হবে না।’’ একটা সময় মুম্বই এসে ফ্ল্যাটে থাকলেও বছর কয়েকের মধ্যেই মুম্বইয়ে নিজের বাড়ি কেনেন শাহরুখ। স্ত্রী গৌরীর জন্যই মন্নত কেনেন শাহরুখ।

Advertisement
আরও পড়ুন