Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Jagadhatri puja dates

জগদ্ধাত্রী পুজোর নবমী কবে এবং কখন থেকে শুরু? দেখে নিন নির্ঘন্ট

জগদ্ধাত্রী পুজো দু’রকম ভাবে করার রীতি রয়েছে। কেউ দুর্গাপুজোর মতো করে সপ্তমী থেকে নবমী অবধি এই পুজো করেন। আবার কেউ নবমীর দিনই তিন বার দেবীর পুজো করেন।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ২৩:৫১
Share: Save:

দেবী পার্বতীর অপর এক রূপ জগদ্ধাত্রী। দুর্গাপুজোর দশমীর দিনই শুরু হয় জগদ্ধাত্রী পুজোর কাঠামোপুজো। কার্তিক মাসের শুক্লপক্ষে পূজিত হন দেবী। চন্দননগরের পাশাপাশি কৃষ্ণনগরেও মহাসমারোহে দেবীর পুজো হয়।

জগদ্ধাত্রী পুজো দু’রকম ভাবে করার রীতি রয়েছে। কেউ দুর্গাপুজোর মতো করে সপ্তমী থেকে নবমী অবধি এই পুজো করেন। আবার কেউ নবমীর দিনই তিন বার দেবীর পুজো করেন।

দেখে নিন এ বছরের জগদ্ধাত্রী পুজোর নির্ঘন্ট:

এ বছর মহাষষ্ঠী তিথি পড়েছে ৭ নভেম্বর, বৃহস্পতিবার।

সপ্তমী ৮ নভেম্বর, শুক্রবার।

অষ্টমী ৯ নভেম্বর, শনিবার।

নবমী তিথি পড়েছে ১০ নভেম্বর, রবিবার। এই দিনই সাড়ম্বরে দেবীর পুজো হয়।

দশমী তিথি ১১ নভেম্বর, সোমবার।

উল্লেখ্য, এ বছর অষ্টমী তিথি থাকবে ৮ নভেম্বর সন্ধ্যা ৭:৪৮:০৭ থেকে ৯ নভেম্বর সন্ধ্যা ৬:২০:৪১ পর্যন্ত। আবার ৯ নভেম্বর সন্ধ্যা ৬:২০:৪১ থেকে ১০ নভেম্বর বিকেল ৪:৩৩:২৬ পর্যন্ত।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE