Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Dhunuchi dance

ধুনুচি নাচে মাতে বাঙালি! কিন্তু কী এই ধুনুচি নাচ? দুর্গাপুজোর সঙ্গে এর কী সম্পর্ক?

পুরাণ অনুসারে মহিষাসুর বধের আগে শক্তি সঞ্চয়ের জন্য ধুনুচি নাচে মেতেছিলেন মা দুর্গা। তা থেকেই বিশ্বাস, এই নাচের মাধ্যমে সম্পূর্ণ ভাবে নিজেকে মা দুর্গার কাছে সমর্পণ করা যায়। আর তাতেই দূর হয় আশপাশের সমস্ত অশুভ শক্তি। জ্বলন্ত ধুনুচি হাতে নাচের এই রীতি তাই চলে আসছে বছরের পর বছর ধরে।

প্রতীকি চিত্র

প্রতীকি চিত্র

আনন্দ উৎসব ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ১৯:১৪
Share: Save:

অষ্টমীর সকাল হোক বা নবমীর রাত, সপ্তমীর সন্ধে হোক বা দশমীর ভাসান - ধুনুচি নাচ ছাড়া বাঙালির দুর্গাপুজো অসম্পূর্ণ। মাটির ধুনুচিতে ধূপ এবং ধুনো দিয়ে আগুন জ্বালিয়ে সেই জ্বলন্ত ধুনুচি কখনও হাতে, কখনও মুখে, কখনও বা কোমরে রেখে নাচের তালে মেতে ওঠা। ঢাকের বোলের সঙ্গে ছন্দ মিলিয়ে সেই নাচ যেন অন্য মাত্রা বহন করে।

কিন্তু এই ধুনুচি নাচের মাহাত্ম্য কী? কেনই বা হয় এই নাচ? দুর্গাপুজোর সঙ্গেই বা এর কী সম্পর্ক? আসুন জেনে নেওয়া যাক।

পুরাণ অনুসারে মহিষাসুর বধের আগে শক্তি সঞ্চয়ের জন্য ধুনুচি নাচে মেতেছিলেন মা দুর্গা। তা থেকেই বিশ্বাস, এই নাচের মাধ্যমে সম্পূর্ণ ভাবে নিজেকে মা দুর্গার কাছে সমর্পণ করা যায়। আর তাতেই দূর হয় আশপাশের সমস্ত অশুভ শক্তি। জ্বলন্ত ধুনুচি হাতে নাচের এই রীতি তাই চলে আসছে বছরের পর বছর ধরে।

এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ।

অন্য বিষয়গুলি:

Durga Puja 2024 Hindu mythology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE