ভোটিংয়ের পাশাপাশি কলকাতার সেরা সর্বজনীন বেছে নিতে উপস্থিত থাকছেন তিনজন জুরি।
Durga Puja 2021

সেরা সর্বজনীনের লড়াইয়ে আপনাদের সঙ্গে থাকছেন তিনজন জুরিও

পছন্দের বারোয়ারি পুজোকে জেতাতে এখনই ভোট দিন।

কলকাতার সেরা সর্বজনীন বেছে নিতে উপস্থিত থাকছেন তিনজন জুরি

কলকাতার সেরা সর্বজনীন বেছে নিতে উপস্থিত থাকছেন তিনজন জুরি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১৬:৫৬
Share: Save:

অপেক্ষার অবসান। পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। গোটা শহরজুড়ে বাছাই করা ২০টি বারোয়ারি পুজো নিয়ে হাজির হয়েছি আমরা। এবার আপনাদের পালা। তিলোত্তমায় এই বছরের সেরা সর্বজনীন কারা হবে, তা নির্ধারণ করবেন আপনারাই। এই কুড়িটি পুজোর মধ্যে শুরু হয়ে গিয়েছে ভোটিং। ভোটিং চলবে ১২ অক্টোবর পর্যন্ত। তিলোত্তমার সেরা কুড়ির মধ্যে থেকে প্রথম তিনটি পুজোকে জেতাতে অবশ্যই অংশগ্রহণ করুন এই ভোটিংয়ে

শুধুমাত্র আপনারাই নন। ভোটিংয়ের পাশাপাশি কলকাতার সেরা সর্বজনীন বেছে নিতে জুরি হিসেবে উপস্থিত থাকছেন খ্যাতনামা পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরি, সাম্প্রতিক কালের অন্যতম সেরা আরও এক পরিচালক অরিন্দম শীল, এবং বাংলা চলচ্চিত্র জগতের তারকা ও বিধায়ক জুন মালিয়া। এঁনারা প্রত্যেকেই দ্য বেঙ্গলের সদস্য। অবশ্য ভোটিংয়ের পাশাপাশি জুরিদের প্রদেয় নম্বরের ভিত্তিতে সেরা দশটি পুজো বেছে নেওয়া হবে। এই চূড়ান্ত ফলাফল প্রকাশ পাবে ১৩ অক্টোবর অর্থাৎ মহাঅষ্টমীর দিন।

প্রত্যেক বিজেতার হাতে তুলে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার এবং ট্রফি। সঙ্গে থাকছে ক্যাশ প্রাইজও।

তা হলে আর দেরি কেন? পছন্দের বারোয়ারি পুজোকে জেতাতে এখনই ভোট দিন। ভোট দিতে ক্লিক করুন পাশের লিঙ্কে - সেরা সর্বজনীন

অন্য বিষয়গুলি:

Durga Puja 2021 club competition Jun Malia Arindam Sil Aniruddha Roy Chowdhury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy