বিগত কয়েক মাস ধরে গোটা বিশ্ব করোনা অতিমারির কবলে পড়ে বিধ্বস্ত। এর মধ্যেই চলে এসেছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো। করোনা আবহে পুজো। প্রতি বছরের মতো হুল্লোড় এই বছরে সম্ভব হবে না ভেবে অনেকেরই মন খারাপ। তাহলে কি কেনাকাটা করা এই বছর একেবারেই বন্ধ এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। অনেকেই ভাবছেন কী ভাবে নিরাপদে সেরে ফেলা যায় পুজোর শপিং।
দুর্গা পুজো মানেই প্রচুর শপিং। কিন্তু করোনা আবহে বাইরে বেরিয়ে কেনাকাটা করতে গেলেই একাধিক মানুষের সংস্পর্শে আসতে হবে। আর তাতেই বেড়ে যায় সংক্রমণের ভয়। তবে কি বাইরে বেরিয়ে শপিংয়ের আনন্দকে এবারের মতো বিদায় জানাতে হবে? নাকি সচেতনতা বজায় রেখে কেনাকাটা করা যাবে নিরাপদে?
নিউ নর্মাল এই দুনিয়ায় বাইরে গেলে তো কিছু সচেতনতা মেনে চলতেই হবে। বাইরে বেরিয়ে কেনাকাটার ক্ষেত্রেও মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয়। নিরাপদে কেনাকাটা করতে মেনে চলুন এইসব বিষয়-
আরও পড়ুন: অন্য রকম শারদীয়ায় এই সব মানলেই মন ভাল, নিরাপদে কাটবে পুজো
বাইরে বেরলে অবশ্যই মাস্ক পরুন।ছবি :শাটার স্টক।
অনলাইন কেনাকাটার ক্ষেত্রে যে প্যাকেট গুলি আসবে আগে ভাল ভাবে স্যানিটাইজ করে তবে খুলুন।ছবি :শাটার স্টক।
আরও পড়ুন: করোনা আবহে পুজো, বাইরে বেরলে এই সব জিনিস ব্যাগে রাখতেই হবে
নিরাপদে কেনাকাটা করতে এই বিষয় গুলি খেয়াল রাখলে এই করোনার আবহেও আপনার পুজো কাটতে পারে নিরাপদ এবং সুস্থ ভাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy