কৈলাশের পথে পাড়ি দিয়েছে উমা। শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু তবুও যেন সেই রেশ কাটতেই চায় না। দুর্গাপুজোর এই উৎসবে মেতে উঠেছিল আপামর বাঙালি। সেজে উঠেছিল গ্রাম থেকে শহর সবর্ত্র। একদিকে থিম পুজো, অন্য দিকে সাবেকি। একে অপরকে টেক্কা দিয়েছে সমানে সমানে।
সেনকোর নতুন গানে, পা মেলালেন কলকাতার বিভিন্ন আবাসনের আবাসিকরা
পুজো মানেই নতুনত্বের ছোঁয়া। সেই কথা মাথায় রেখেই এই পুজোয় সাবেকিনায়ার সঙ্গে এই ট্রেন্ডকে ধরে রাখতে ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’ নিয়ে এসেছে তাদের নতুন দুর্গাপুজো কালেকশন ‘অপরূপা’।

‘অপরূপা’র নাচের ছন্দে মেতে উঠেছেন আবাসিকরা
পুজোর আগেই ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’ তাদের ‘অপরূপা’ কালেকশনের উপর একটি মিউজ়িক ভিডিয়ো প্রকাশ করেছে।

সকলে পা মেলাচ্ছেন ‘অপরূপা’র হুক স্টেপে
‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’-এর ‘অপরূপা’ কালেকশনের মিউজ়িক ভিডিয়োর গানটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং। এই গানের হুক স্টেপে রীল বানাতে দেখাতে দেখা গেছে অনেককেই।

‘অপরূপা’র গানে তাল মিলিয়েছে আট থেকে আশি
এই গানকেই মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলতে আনন্দবাজার অনলাইন পৌঁছে গিয়েছিল শহরের বিভিন্ন আবাসনে। আয়োজন করেছিল ফ্ল্যাশ মবের। নৃত্যশিল্পীদের সঙ্গে আবাসিকরাও পা মিলিয়েছিলেন ‘অপরূপা’র হুক স্টেপে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।